কলকাতা: আজ, বুধবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন৷ অধিবেশনের প্রথম দিনই বিধানসভায় নজিরবিহীন ঘটনা৷ কেন্দ্রের বিজেপি সরকার মনোনিত রাজ্যপালের ভাষণের সময়ই বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি’র বিধায়করাই৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে লক্ষ্য করে ছোড়া হল কাগজ৷ তাঁর ভাষণ শুরুর কয়েক মিনিটের মধ্যেই বিধানসভায় তৈরি বেনজির অবস্থা৷ তবে বিক্ষোভের মাঝেই ভাষণ জারি রাখেন রাজ্যপাল৷ নিজের ভাষণে রাজ্য সরকারের ভূয়সী প্রশংসাও করেন তিনি৷
আরও পড়ুন- আবার পিছল শুনানি, দিল্লিযাত্রা নিয়ে স্বস্তি বহাল অনুব্রতর
এদিন অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাজেট বক্তব্যের মধ্যেই তীব্র চিৎকার শুরু করেন গেরুয়া বিধায়করা। এমনকি রাজ্যপালের সামনেই কাগজ ছুঁড়ে প্রতিবাদ জানান শুভেন্দু অধিকারীরা। শুধু তাই নয়, রাজ্যপালের বক্তৃতার মাঝেই চোর ধরো জেল ভরো এবং তৃণমূলের সবাই চোর স্লোগানও দিতে থাকেন তাঁরা।
রাজ্যপালের ভাষণের সময় তাঁর পাশেই বসে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে ছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি সামলানোর চেষ্টা করা হলেও তা সামাল দেওয়া যায়নি। বিজেপির হৈহট্টগলে অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী।
রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতে শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চিৎকার-চেঁচামেচি শুরু করেন তাঁরা। শুধু তাই নয়, বিধানসভার মধ্যেই জয় শ্রী রাম শ্লোগান দিতে শুরু করেন বিজেপি বিধায়করা। তাঁদের বক্তব্য, দুর্নীতিকে আড়াল করা রাজ্যপালের ভাষণ শুনবো না। অন্যদিকে তখন ট্রেজারী বেঞ্চে টেবিল চাপড়ে রাজ্যপালকে সমর্থন করেন তৃণমূল বিধায়করা। সব মিলিয়ে বেনজির পরিস্থিতির তৈরি হয় বিধানসভায়। এর পরেই অধিবেশন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>