ব্রিগেডের ঝাঁঝ বাড়তে আসছেন তেজস্বী, মাঠ উপচে যাবে, বিশ্বাসী বিমান

ব্রিগেডের ঝাঁঝ বাড়তে আসছেন তেজস্বী, মাঠ উপচে যাবে, বিশ্বাসী বিমান

কলকাতা: বিধানসভা ভোটের আগে ব্রিগেড ময়দানে হবে মহাসমাবেশ৷ আগামীকাল এক যোগে নিজেদের শক্তি প্রদর্শন করবে বাম-কংগ্রেস জোট৷ তার আগে ব্রিগেড প্রস্তুতি এখন তুঙ্গে৷ অন্যদিকে, বাম-কংগ্রেসের মঞ্চে তারুণ্যের ঝড় তুলতে উপস্থিত থাকবেন লালু পুত্র তেজস্বী যাদব৷ আজ রাতেই শহরে আসার কথা তাঁর৷ 

আরও পড়ুন-  এবার আকাশ পথে নজরদারি চালাবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক! কড়া কমিশন

রবীবাসরীয় ব্রিগেড সভায় আরজেজি নেতা তেজস্বী যাদবের উপস্থিতি নিশ্চিত ভাবেই বঙ্গ রাজনীতিতে বিশেষ চমক৷ ক্ষমতায় না এলেও বিহার নির্বাচনে তাঁর ক্যারিশ্মা দেখেছে সে রাজ্যের মানুষ৷ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে বিহারে জায়গা করে নিয়েছে আরজেডি৷ ফলে আগামীকাল তিনি বাম-কংগ্রেসের মঞ্চ থেকে কী বার্তা দেয়, সে দিকে তাকিয়ে বঙ্গবাসী৷ 

 

দু’বছর আগে এই ব্রিগেড থেকেই মমতার সমর্থনে বিঁধেছিলেন বিজেপি’কে৷ তাঁর ঝাঁঝালো আক্রমণ মন ছুঁয়েছিল বঙ্গবাসীর৷ আগামীকাল, মমতা বিরোধী মঞ্চ থেকে শোনা যাবে তাঁর আক্রমণের ঝাঁঝ৷ কিন্তু রাজনীতির কারবারিরা বলছেন, বিহার ভোটে বিজেপি’কে কড়া টক্কর দেওয়ার পর তাঁকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই সৌজন্যের পর তৃণমূলের বিরুদ্ধে তিনি কতটা আক্রমণাত্মক হবেন, তা নিয়ে সংশয় রয়েছে৷ সমাবেশের আগে বা পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন বলেও সূত্রের খবর৷   

 

এদিকে ব্রিগেড প্রসঙ্গে বাম নেতা বিমান বসু বলেন, যারা বলেছিল দূরবিন দিয়ে দেখা যায় না, এবার নির্বাচনের পর তাদের কী দশা হবে, তা দেখার অপেক্ষায় আছি৷ আগামীকাল ব্রিগেড সমাবেশ উপচে পড়বে বলেই তিনি আশাবাদী৷ বিমান বসু বলেন, এক আগে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কোনো দিনও ব্রিগেড করিনি৷ এছাড়াও রয়েছে আইএসএফ, আরজেডি৷ সকলেই লোক আনবে৷ ব্রিগেডে জায়গা হবে না৷ তাই বিভিন্ন জায়গায় মাইকের ব্যবস্থা করা হয়েছে৷ ৬২০টি মাইক্রোফোন দেওয়া হয়েছে৷   

আরও পড়ুন- ভোটের দিন ঘোষণা হতেই অপসারিত এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম

 

এবার ব্রিগেডে প্রায় ১০ লক্ষ লোকের সমাগম চাইছে বামেরা৷ সেই মতো প্রস্তুতিও সারা হয়ে গিয়েছে৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক আসছে আগামীকালের ব্রিগেডে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =