কুয়াশার কাঁটায় বিদ্ধ রেল,দীর্ঘদিন বাতিল তিস্তা সহ একাধিক দূরপাল্লার ট্রেন

কুয়াশার কাঁটায় বিদ্ধ রেল,দীর্ঘদিন বাতিল তিস্তা সহ একাধিক দূরপাল্লার ট্রেন

কলকাতা:  শীতকাল মানেই ছুটির আমেজ৷ পাহাড় কিংবা সাগরের হাতছানি৷ আপনারও নিশ্চয় বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে৷ কিন্তু ভ্রমণ পিপাসু বাঙালির বেড়ানোতে বাধ সাধল প্রকৃতি৷ কুয়াশার জন্য এমনিই দেরিতে চলছিল ট্রেন৷ কিন্তু এবার কুয়াশার জেরে তা বাতিল হল৷ 

আরও পড়ুন- দিন এক কথা বলছেন আর রাতে আরেক! ধনকড়কে একহাত অমিতের

শীতকালে কুয়াশার জন্য অনেক সময়েই ট্রেন দেরিতে চলে৷ অনেক সময় কিছু রুটে আবার ট্রেন আবার বাতিলও করা হয়৷ তবে খুব বেশি হলে তা একদিন বা দু’দিনের জন্য৷ কিন্তু বেশ কয়েকটি ট্রেন এবার বাতিল করা হল টানা চার মাসের জন্য৷ যার নেপথ্যে রয়েছে কুয়াশা৷ যার জেরে বেজায় চটেছেন জলপাইগুড়ির ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ৷ শীত পড়তেই কুয়াশায় মুখ ঢাকে জলপাইগুড়ির সকাল৷ তবে বেলা বাড়লে রোদ ঝলমল করে ওঠে৷ তখন আকাশ পুরো পরিষ্কার হয়ে যায়। কিন্তু রেলের তরফে বলা হয়েছে কুয়াশার জন্য ১ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে তির্সা তোর্সা এক্সপ্রেস সহ উত্তরবঙ্গের একাধিক দূরপাল্লার ট্রেন। ২৮ অক্টোবর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রেল। কিন্তু এর যৌক্তিকতা কী? তা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। 

এদিকে ট্রেন বাতিলের বিষয়টি প্রকাশ্যে আসতেই আপত্তি তুলেছেন চেম্বার্স অফ কমার্সের সদস্যরা। জলপাইগুড়ি রোড রেল স্টেশনের ম্যানেজারকে স্মারকলিপিও জমা দিয়েছেন তাঁরা৷ কেন চার মাস এই ভাবে ট্রেন বন্ধ রাখা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ তাঁদের বক্তব্য, এতে সমস্যায় পড়বে  উত্তরবঙ্গের ব্যবসায়ীরা৷ এই ট্রেনগুলি তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  

তবে শুধু উত্তরবঙ্গ নয়, ঘন কুয়াশার জেরে তিন মাসের জন্য ১২টি ট্রেন বাতিল করেছে পশ্চিম রেলওয়ে। কুয়াশার কারণে ২০২২-এর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলি চালানো হবে না বলে জানানো হয়েছে। বাতিল হওয়া ট্রেনগুলি মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং গুজরাত থেকে যাত্রা করে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + seven =