দিন এক কথা বলছেন আর রাতে আরেক! ধনকড়কে একহাত অমিতের

দিন এক কথা বলছেন আর রাতে আরেক! ধনকড়কে একহাত অমিতের

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া দিয়ে বাণিজ্য সম্মেলনে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্য সরকারকে একহাত নিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুরুতেই কটাক্ষ করেছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। এবার তাঁকে একহাত নিলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। বললেন, রাজ্যপাল রাতে এক বলছেন আর দিনে আরেক।

রাজ্যপাল বাণিজ্য সম্মেলন নিয়ে যা অবস্থান রেখেছেন তা দুঃখজনক বলে ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেন, রাজ্যপাল যে অবস্থান নিয়েছেন তা দুঃখজনক। মনে হচ্ছে তাঁর স্মৃতিভ্রম হয়েছে এবং তিনি দিনে এক আর রাতে আরেক কথা বলছেন। টুইট করে তিনি বলেন, ”রাজ্যপাল জগদীপ ধনকড় ডক্টর জেকিল ও মিস্টার হাইডের মতো আচরণ করছেন। ৯ তারিখ রাজ্যের বাণিজ্য সম্মেলনকে সমর্থন করে তিনি রাজ্যের পাশে দাঁড়ানোর কথা বললেন। অথচ ২৪ ঘণ্টার মধ্যে অবস্থান বদলে ফেলে বিষ উগরে দিলেন তিনি।” আসলে রাজ্যকে সাহায্যের আশ্বাস দিয়েও এক বছর আগে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে লেখা চিঠি প্রকাশ করেন রাজ্যপাল। আবার বাণিজ্য সম্মেলন হিসেব সংক্রান্ত তথ্য চান তিনি। সেই ইস্যুতেই তাঁকে আক্রমণ করছে তৃণমূল কংগ্রেস। 

গতকাল দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, রাজ্যপাল যা করছেন তা সস্তায় প্রচারে আসার চেষ্টা এবং চাকরি বাঁচানোর জন্য করা। পাশাপাশি কুণাল আরও দাবি করে বলেন, একদিকে তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করেছেন এবং আর পরে আবার দলদাসে পরিণত হয়েছেন। বাণিজ্য সম্মেলন সংক্রান্ত যে কোনও তথ্য কেন্দ্রের রিপোর্টে পাওয়া যাবে, রাজ্যপালের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন ঘাসফুল শিবিরের মুখপাত্র। বিদেশি বিনিয়োগ আনতে বিদেশের মাটিতে রোড শো করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে তিনি কয়েকটি দেশে যাবেন এবং রাজ্যপাল যদি কয়েকটি দেশে গিয়ে বিনিয়োগ আনার চেষ্টা করেন তাহলে উপকার হয়। সেই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে যথাযথ সাহায্য করার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 18 =