‘বিষপানে বাধ্য হয়েছি’, শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে রাজ্যপালের দুয়ারে শিক্ষিকারা

‘বিষপানে বাধ্য হয়েছি’, শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে রাজ্যপালের দুয়ারে শিক্ষিকারা

কলকাতা: বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ পান করেছিলেন পাঁচ শিক্ষিকা৷ যা নিয়ে তোলপাড় হয় গোটা রাজ্য৷ এবার শিক্ষামন্ত্রীকে কাঠগড়ায় তুলে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের ওই পাঁচ শিক্ষিকা৷ তাঁদের বিস্ফোরক দাবি, রাজ্য সরকার ‘স্লো-পয়জন’ করে দিচ্ছে তাঁদের৷ 

আরও পড়ুন- দুই জেলায় ১০০ পার দৈনিক আক্রান্ত! রাজ্যে কোভিড চিন্তা বাড়ল

রাজভবনে গিয়ে যাবতীয় দায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘাড়ে চাপান বিষ পান করা ওই পাঁচ শিক্ষিকা৷ রাজভবন থেকে বেরিয়ে তাঁরা বলেন, ‘‘আমরা বিষপান করতে বাধ্য হয়েছি৷ এর জন্য দায়ী একমাত্র শিক্ষামন্ত্রী৷ আমাদের বদলির নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা হোক৷ নাহলে আমাদের আন্দোলন আরও তীব্রতর হবে৷’’ সেই সঙ্গে তাঁদের কড়া বার্তা,  ‘‘সরকারের সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করলে, এরপর আরও ভয়াবহ পরিস্থিতি হবে৷  তার দায়ভার বর্তাবে একমাত্র শিক্ষামন্ত্রীর উপরে৷’’ 

উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণা থেকে উত্তরবঙ্গে বদলি করার প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ পান করেছিলেন পাঁচ শিক্ষিকা৷ তাঁদের দাবি, এই বদলি বেআইনি৷ তার উপর তাঁরা যে বেতন পান, তাতে বাড়ি থেকে এত দূরে চাকরি করতে যাওয়াটা সম্ভব নয়৷ শিখা দাস, জোৎস্না টুডু, পুতুল জানা মণ্ডল, ছবি দাস ও অনিমা নাথ ‘হামলা’ নামে একটি অত্যন্ত ক্ষতিকারক বিষ খান৷ যার প্রভাব মারাত্মক৷ বিষ পান করার পর তিনজনের অবস্থা ছিল আশঙ্কাজনক৷ 

আরও পড়ুন- ফের বিজেপির দখলে থাকা দুটি গ্রাম পঞ্চায়েত দখল নিল তৃণমূল

এর আগে ওই পাঁচ শিক্ষিকা জানিয়েছিলেন,  ‘আত্মহত্যা’ করে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করতে চান৷  তাঁদের তরফে আরও দাবি করা হয় যে, তাঁদের প্রত্যেকের বয়স ৫০ বছরের ওপরে তা সত্ত্বেও তাঁদের বাড়ি থেকে প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার দূরে বদলি করা হয়েছে যেটা বেআইনি। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =