৫ কোটির প্রতারণার অভিযোগ, শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টে চাকরিপ্রার্থীরা

কলকাতা: রাজ্যে প্রতিনিয়ত হইচই চলছে নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে। প্রতিদিন নতুন নতুন কিছু তথ্য উঠে আসছে। এবার পূর্ব মেদিনীপুর জেলা নিয়ে বিস্ফোরক তথ্য সামনে এল। জেলার এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে চাকরির নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। এই বিষয়ে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন চাকরিপ্রার্থী। তাদের আইনজীবী হলেন কৌস্তভ বাগচী। আদালত তাদের মামলা করার অনুমতি দিয়েছে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন- নারদকাণ্ডে এখনও কেন গ্রেফতার হলেন না শুভেন্দু? বিঁধলেন কুণাল, যা বলল শুভেন্দুর দফতর
ওই শিক্ষকের বিরুদ্ধে মূল অভিযোগ, গ্রুপ ডি, গ্রুপ সি বা নবম-দশমে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ২০১৮ সাল থেকে একাধিকজনের কাছ থেকে মোটা টাকা তুলেছেন তিনি। এত বছরে সেই টাকার পরিমাণ প্রায় ৫ কোটি। অথচ কারোর চাকরি হয়নি। এই অবস্থায় তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন কয়েক জন চাকরিপ্রার্থী। তবে তাদের এও অভিযোগ, আগেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই শিক্ষকের বিরুদ্ধে কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি তখন। তাই এখন কার্যত বাধ্য হয়েই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে মামলার আর্জি জানিয়েছিলেন সকলে। সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে। স্বাভাবিকভাবেই এই খবর নিয়ে এখন আলোচনা তুঙ্গে। অনেকের ধারনা হচ্ছে, এই শিক্ষক বা তার কোনও পরিচিতের সঙ্গে হয়তো নিয়োগ মামলায় ধৃত কারোর যোগাযোগ থাকতে পারে। তবে এমনটা সম্ভব কিনা তা খতিয়ে না দেখলে নিশ্চিত হওয়া যাবে না।