Aajbikel

নারদকাণ্ডে এখনও কেন গ্রেফতার হলেন না শুভেন্দু? বিঁধলেন কুণাল, যা বলল শুভেন্দুর দফতর

 | 
কুণাল শুভেন্দু

কলকাতা: নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য৷ এরই মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন৷ বাম জমানার দুর্নীতি নিয়ে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক শিবির৷ এরই মধ্যে নারদকাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দুর একটি ভিডিয়ো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কুণালের প্রশ্ন, কেন এখনও শুভেন্দুকে গ্রেফতার করা হল না? এই বিষয়ে সিবিআই-এর নিরপেক্ষতা নিয়েও খোঁচা দিয়েছেন কুণাল৷ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের এই মন্তব্যের বিরুদ্ধে অবশ্য মুখ খুলতে চাননি নন্দীদগ্রামের বিধায়ক। তবে তাঁর দফতর কুণালকে ‘জেলখাটা আসামি’ সম্বোধন করে জানিয়েছে,  এই বিষয়ে তারা কোনও মন্তব্য করবে না।

আরও পড়ুন- গরু পাচারকাণ্ডে এ বার সিউড়ি থানার আইসিকে তলব ইডির, আনতে বলা হল নথি

এদিন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন কুণাল ঘোষ। সেখানে শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘‘আড়াই বছর ধরে সাঁতার কেটেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার বিরুদ্ধে। হাঁপিয়ে গিয়েছেন। আমাকে বিচারব্যবস্থা সুরক্ষা দিয়েছে। কারণ, মিথ্যে অভিযোগ উঠেছে। আমি তিন দশকেরও বেশি সময় ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রনেতা হিসাবে ১৯৮৮-এ রাজনীতি শুরু করি। ১৯৯৫ সালে কাউন্সিলর নির্বাচিত হই। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, আপনারা যা-ই বলুন না কেন, ওই নারদ স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনও অভিযোগ নেই।’’ ভিডিয়োতে এটুকুই বলতে শোনা যায় শুভেন্দুকে৷ তাঁর এই বক্তব্য নিয়েই প্রশ্ন তোলেন কুণাল।


সোশ্যীল মিডিয়ায় কুণান লিখলেন, ‘‘‘নারদা ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ নেই।’ প্রমাণিত! নিজের মুখেই। তা হলে গ্রেফতার নয় কেন? সিবিআই কী করছে? এটা নিরপেক্ষতা? আর সারদা?’’ তাঁর আরও দাবি, নিরপেক্ষ তদন্ত করা হচ্ছে না বলেই ‘বড় বড়’ কথা বলার সুযোগ পাচ্ছেন শুভেন্দু অধিকারী। সুযোগ নিতেই শুভেন্দু দল বদলেছেন বলেও অভিযোগ করেন কুণাল। তাঁর কথায়, ‘‘তদন্ত হচ্ছে না বলেই তো বড় বড় কথার সুযোগ। সেই ভয়েই তো দলবদলু হয়ে বিজেপিতে। সিবিআই ধরবে না জেনেই এই মেকি বীরত্ব।’’


 

Around The Web

Trending News

You May like