কলকাতা: শনিবার দুর্গাপুজোর কার্নিভাল। সকাল থেকেই সমস্ত রকমের প্রস্তুতি চলছে শহরে। বিভিন্ন জায়গার পুজো সামিল হতে চলেছে এই কার্নিভালে। সেই অনুষ্ঠানেই যোগ দিতে আসছিল রামমোহন সম্মিলনীর পুজো কমিটি। কিন্তু রাস্তায় তাদের পুজোর প্রতিমা-সহ ট্যাবলোতে ধাক্কা মারে ট্যাক্সি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ট্যাবলোটি। যদিও পরে অল্প সময়ের মধ্যে তার মেরামতি হয়েছে বলেই জানা গিয়েছে। এই পুজোরই অন্যতম উদ্যোক্তা তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ।
আরও পড়ুন- ৬ কোটির ওপর আয়! পুজোর দিনগুলিতে বড় লক্ষ্মীলাভ মেট্রোর
ঘাসফুল শিবিরের মুখপাত্র জানান, ট্যাবলোটি ভাল মতোই ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু সময়ের মধ্যেই তা ঠিক করা গিয়েছে। পুজোর কার্নিভালে প্রবেশ করতে গেলে নির্ধারিত সময়ে সেখানে পৌঁছতে হত। সেই প্রেক্ষিতেই যত দ্রুত সম্ভব ট্যাবলো মেরামত করা হয়েছে। সময়ে পৌঁছতে না পারলে কার্নিভালে অংশ নিতে সমস্যা হত। যদিও তারা ঠিক সময়েই রেড রোডে পৌঁছে গিয়েছে বলেই জানান কুণাল ঘোষ। এদিকে ধাক্কা মারা ট্যাক্সিটিকে হেস্টিংস থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গাড়ি চালককে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগও দায়ের হয়েছে।
উল্লেখ্য, পঁচিশ দফা একটি গাইডলাইন জারি করা হয়েছে কার্নিভাল নিয়ে। যে রাস্তা ধরে কার্নিভাল হবে তার দু’ধারে সাধারণ মানুষ যাতে দাঁড়াতে বা বসতে পারেন সেই ব্যবস্থা রাখার কথাও গাইডলাইনে উল্লেখ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।