কলকাতা: উত্তরপ্রদেশে বিজেপি বিধায়ক ইস্তফা দিতেই ফের টুইটে বোমা ফাটালেন তথাগত রায়৷ উত্তরপ্রদেশে বিজেপি’র মন্ত্রিসভা থেকে দলে দলে নেতাদের সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া ব্যক্তি করলেন বিজেপি নেতা৷ তিনি বলেন, উত্তরপ্রদেশে বিজেপি’র মন্ত্রিসভা থেকে দলে দলে বিধায়কদের সমাজবাদী পার্টিতে যোগ দেওয়া নিয়ে যাঁরা উচ্ছ্বসিত হচ্ছেন, তাঁদের মনে রাখা উচিত, ঠিক একই রকম ঘটনা পশ্চিমবঙ্গেও ঘটেছিল৷ বিজেপির একনিষ্ঠ কর্মীদের বাদ দিয়ে তৃণমূল থেকে আসা যত রকম জঞ্জাল আর ট্রোজেন ঘোড়াদের টিকিট দিয়েছিল বিজেপি৷ তার ফল সবাই দেখেছে৷
আরও পড়ুন- ‘ট্রেন কি নিজেই লাইনচ্যুত হয়?’ সিবিআই তদন্ত চেয়ে বিস্ফোরক রূপা
সুযোগ পেলেই আক্রমণ শানাতে ছাড়েন না তথাগত রায়৷ দিন কয়েক আগেই মোহিত রায়ের চিঠিকে সমর্থন করে বিতর্ক উস্কে দিয়েছিলেন তিনি৷ তাঁর দাবি, শান্তনু ঠাকুরের বিদ্রোহ আর মোহিত রায়ের চিঠির মধ্যে যোগ রয়েছে। ওঁরা ঠিক কাজ করেছেন৷ সিএএ বিল পাস হওয়ার পরও কেন বিধি তৈরি হল না, তা প্রশ্নই তুলেছিলেন বঙ্গ বিজেপির উদ্বাস্তু সেলের আহ্বায়ক মোহিত রায়। আর তাতেই সমর্থন জানান তথাগত।
প্রাক্তন রাজ্যসভাপতি বলেছিলেন, ‘মোহিত রায় দলের কাছে একটা আবেদন রেখেছে। একশো বার তা সমর্থন করি, এক হাজার বার সমর্থন করি। একদম ঠিক কাজ করেছে।’ তিনি আরও বলেন, কোনও আইন তৈরি হলে, তার বিধিও তৈরি করতে হয়। কেন সেই বিধি তৈরির কাজটা হচ্ছে না, সেটাই কেন্দ্রের কাছে জানতে চেয়েছেন মোহিত রায়।