‘ট্রেন কি নিজেই লাইনচ্যুত হয়?’ সিবিআই তদন্ত চেয়ে বিস্ফোরক রূপা

‘ট্রেন কি নিজেই লাইনচ্যুত হয়?’ সিবিআই তদন্ত চেয়ে বিস্ফোরক রূপা

aae2533df8d5c82f32980d4b073bad4a

কলকাতা: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন যে, আচমকা যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই ঘটনার কারণে প্রবল চাপ সৃষ্টি হয়েছে কেন্দ্রের ওপর। তার মধ্যেই বিজেপি সরকারের চাপ আরও বাড়ালেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিনি এই ঘটনায় সিবিআই তদন্ত চান।

অতীতে একাধিক বার দল বিরোধী মন্তব্য করতে শোনা গিয়েছে রূপাকে। ভোটের প্রার্থী নির্বাচন নিয়ে হোক কিংবা দলীয় নীতি। এবার এই রেল দুর্ঘটনায় তিনি যে সরকারের প্রতিনিধি, তারই গাফিলতি খুঁজতে সিবিআই তদন্ত চেয়ে বসলেন তিনি। রূপা মনে করছেন, এই ঘটনায় সিবিআই তদন্ত জরুরি। একটি ফেসবুক পোস্ট করে রূপা বলেছেন, ”ট্রেন কি নিজে নিজেই লাইনচ্যুত হয়? রেল ট্র্যাক কি বেচারা বোঝে ভাই, নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা। সিবিআই তদন্ত প্রয়োজন।” স্বাভাবিকভাবেই আরও বেশি অস্বস্তিতে পড়েছে কেন্দ্রীয় সরকার।

এদিকে, ঠিক কী কারণে এই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটল তা এখনও পর্যন্ত আন্দাজ করা যাচ্ছে না। কিন্তু কেন্দ্রীয় রেলমন্ত্রীর পর্যবেক্ষণ, যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকালেই ময়নাগুড়ির দোমহনিতে ঘটনাস্থলে এসে পৌঁছন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে তিনি এই কথাই জানিয়েছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী স্পষ্ট জানান, যে ইক্যুইপমেন্টগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি সংগ্রহ করে ভাল করে খতিয়ে দেখা হবে। তবে তিনি নিজে সব খতিয়ে দেখে বুঝেছেন যে, আচমকা যান্ত্রিক ত্রুটির জন্যই এই দুর্ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *