‘ফিগার ভাল, দলে যোগ দাও!’ ১৯ বছরের ছেলেকে দেখে প্রস্তাব তালিবানের

‘ফিগার ভাল, দলে যোগ দাও!’ ১৯ বছরের ছেলেকে দেখে প্রস্তাব তালিবানের

feb2845f7304c0c4850d75a183ea34ed

কলকাতা: আফগানিস্তান তালিবানের কার্যত দখলে চলে যাওয়ার পর উদ্বেগ বেড়েছে গোটা বিশ্বের। অন্যান্য অনেক দেশের অনেক নাগরিক সেখানে ইতিমধ্যেই আটকা পড়ে গিয়েছে। অনেককে ফিরিয়ে আনা সম্ভব হলেও বহু ভিন দেশের নাগরিক এখন সেখানে আটকে। রয়েছে ভারত তথা বাংলার অনেকেই। যারা কাবুলে এখন আটক হয়ে দিন কাটাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছেন বেহালা সখেরবাজারের বাসিন্দা সঙ্ঘমিত্রা দফাদার। দুই সন্তানকে নিয়ে ঘরবন্দি তিনি। সঙ্ঘমিত্রা পেশায় নার্স। তার ১৯ বছরের ছেলেকে দেখেই তালিবান প্রস্তাব দিয়েছে দলে যোগ দেওয়ার! এক সংবাদমাধ্যমকে এমনই ভয়ঙ্কর তথ্য দিলেন সঙ্ঘমিত্রার মা।

আরও পড়ুন- ‘চটি ছেড়ে বুট গলানোর সুযোগটুকু পাইনি’, দাবি ‘খালি হাতে’ পালানো গনির

মেয়ে এখন কী অবস্থায় রয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি জানান, সঙ্ঘমিত্রা এখন সেখানের বাড়িতেই ঘরবন্দি, বেরতে পারছে না কারণে বাড়ির বাইরে তালিবান ঘুরছে আর তারা কোনও মেয়েকে বাড়ির বাইরে বেরতে দিচ্ছে না! এদিকে ঘরে খাওয়ার ফুরিয়ে আসছে। সেই কারণেই তাঁর বড় ছেলেকে (১৯) বাইরে যেতে হয়েছিল বাধ্য হয়ে খাবার আনার জন্য। তখনই নাকি তাকে তাকিবানের বেশ কয়েক জন জঙ্গি ঘিরে ধরে। বলে, তার ফিগার খুব ভাল, সে যেন তালিবানে যোগ দেয়। এই কথা শুনেই সে কোনও রকমে ভয়তে সেখান থেকে পালিয়ে আসে। মেয়ের এমনই ভয়ানক অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন মা। সরকারের কাছে তাঁদের দ্রুত উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার জন্য কাতর আবেদন করছে পরিবার। আপাতত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছেন তাঁরা। 

উল্লেখ্য, জানা গিয়েছে স্থানীয় প্রতিরোধের কারণে দুটি প্রদেশ ইতিমধ্যেই হাতছাড়া হয়ে গেছে তালিবানের। বাঘলান প্রদেশের বানু এবং পুল-ই-হেসার প্রদেশ হাতছাড়া হয়ে গেছে জঙ্গি গোষ্ঠীর। স্থানীয় প্রতিরোধের কাছে পিছু হটতে বাধ্য হয়েছে তালিবান। শেষ পাওয়া খবরে অনুযায়ী, এবার ডেল সালাহার দিকে অগ্রসর হয়েছে তালিবান বিরোধীরা। অন্যদিকে জানা গিয়েছে, ইতিমধ্যেই আবার কাবুল বিমানবন্দরে মোতায়েন করা হয়েছে ৬ হাজার মার্কিন সেনা। পেন্টাগন সূত্রে খবর এমনটাই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *