‘ডবল ডোজেও’ রক্ষা পেলেন না, প্রয়াত তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

‘ডবল ডোজেও’ রক্ষা পেলেন না, প্রয়াত তবলিয়া শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়

কলকাতা: দুটি ভ্যাকসিনের ডোজ নেওয়া হয়ে গিয়েছিল। তার পরেও করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন প্রখ্যাত তবলা বাদক পন্ডিত শুভঙ্কর বন্দোপাধ্যায়। জুলাই মাস থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলার সঙ্গীত জগতের এই তারকা। করোনা ভাইরাস সংক্রমণের জন্যই মৃত্যু হল তাঁর।

জানা গিয়েছে, জুন মাসের আগেই তাঁর করোনাভাইরাস ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছিল। তার পরেও তিনি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং যার জন্য পরিবার বেশ চিন্তিত ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। পরবর্তী সময়ে শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়কে একমো সাপোর্টে রাখা হয়। প্রায় দু মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে প্রয়াত হন তিনি। ভ্যাকসিনের দুটি ডোজও রক্ষাকবচ দিতে পারল না তাঁকে। মাত্র ৫৪ বছর বয়সে অনুরাগীদের এবং পরিবারকে ছেড়ে চলে গেলেন প্রখ্যাত এই তবলা বাদক। 

আরও পড়ুন- সরকারি কর্মীদের জন্য সুখবর, মহার্ঘ ভাতার পর এবার বাড়ছে বেতন

চিকিৎসার জন্য তাঁর বহু ছাত্র-ছাত্রী ত্রাণ তহবিলের ব্যবস্থা করে। সেখান থেকে যে টাকা আসছিল তা থেকে চিকিৎসা হচ্ছিল শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আদতে শেষ রক্ষা হল না। সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেল করোনাভাইরাস সংক্রমণের সামনে। প্রিয় ‘স্যার’কে আর ফিরে পাওয়া হল না তাঁর অসংখ্য অনুগামী এবং অগণিত ছাত্র-ছাত্রীর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + five =