রাজ্যে নতুন করে সোয়াইন ফ্লু আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া রূপ

রাজ্যে নতুন করে সোয়াইন ফ্লু আতঙ্ক, চিন্তা বাড়াচ্ছে করোনার নয়া রূপ

কলকাতা: করোনা ভাইরাস আতঙ্কের মাঝেই এবার গোটা রাজ্য জুড়ে সোয়াইন হ্লু আতঙ্ক। ইতিমধ্যেই সমস্ত জেলাকে সোয়াইন ফ্লু নিয়ে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জেলায় সোয়াইন ফ্লুর জন্য ওষুধ মজুতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের তরফে। কোভিড নেগেটিভ অথচ ইনফ্লুয়েঞ্জা উপসর্গ নিয়ে আসা রোগী নিয়ে আলাদাভাবে সতর্কতা বজায় রাখার কথা বলা হচ্ছে। নোডাল সেন্টার হিসেবে বেলেঘাটা আইডি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পরিকাঠামো তৈরির কাজ। তবে বর্তমানে সোয়াইন ফ্লু আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি হয়েছেন ২ রোগী।  

এদিকে আবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, মিউটেশনের ফলে করোনার ভাইরাসের আরও দুটি নতুন রূপ দেখা দিয়েছে। খুব দ্রুত গতিতে দেশে ছড়াতে পারে করোনা ভাইরাসের এই নতুন রূপ বলে আশঙ্কা প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের। ২টি নতুন রূপ নিয়ে গবেষণা শুরু করেছে ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল। সেই প্রেক্ষিতে দেশের সব রাজ্যকে নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অর্থাৎ, রাজ্যবাসীকে যে আগের থেকেও অনেক বেশি সতর্ক থাকতে হবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন- ‘উজ্জ্বলা ২’-এর সূচনা, গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা মোদীর

উল্লেখ্য, ভারতবর্ষের সেরা জেলা হাসপাতাল হিসেবে স্বীকৃতি পেয়েছে পশ্চিমবঙ্গের এম আর বাঙুর হাসপাতাল। স্বাস্থ্য ভবনকে এমনটাই জানিয়েছে নীতি আয়োগ। এদিন স্বাস্থ্য ভবনের তরফে নীতি আয়োগের তথ্য প্রকাশ করা হয়েছে। ২০১৮-১৯ সালের মূল্যায়নের ভিত্তিতে কেন্দ্রীয় নীতি আয়োগ এই হাসপাতালকে সেরা বলে ঘোষণা করেছে। এই স্বীকৃতি তার আগের বছরের চিকিৎসা পরিষেবা এবং পরিকাঠামোর জন্য দেওয়া হয়েছে। মূলত হাসপাতালের শয্যা সংখ্যা থেকে শুরু করে অসুস্থের সেবা, অস্ত্রোপচার এবং অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে এই হাসপাতালকে দেশের সেরা জেলা হাসপাতাল হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + one =