ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের শাহী দরবারে শুভেন্দু, ধমক দিতে ডেকেছে, পাল্টা কুণাল

ভোট পরবর্তী হিংসার অভিযোগে ফের শাহী দরবারে শুভেন্দু, ধমক দিতে ডেকেছে, পাল্টা কুণাল

নয়াদিল্লি: ভোট পরবর্তী অশান্তি নিয়ে নালিশ জানাতে ফের শাহী দরবারে শুভেন্দু অধিকারী৷ রাজ্যে এখনও ভোট পরবর্তী অশান্তি চলছে৷ এই অভিযোগ নিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা৷ অন্যদিকে পাল্টা তোপ দেগে কুণাল ঘোষ বললেন, ডেইলি প্যাসেঞ্জার হয়ে গিয়েছেন শুভেন্দু৷ 

আরও পড়ুন- চাকরির নামে ভুয়ো নিয়োগপত্র দিয়ে প্রতারণা! অভিযুক্ত খোদ BJP বিধায়ক

প্রসঙ্গত, এর আগে একাধিকবার দিল্লি গিয়েছেন শুভেন্দু অধিকারী৷ ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশও জানিয়েছেন৷ এদিন ফের একই নালিশ নিয়ে শাহী দরবারে পৌঁছন তিনি৷ তাঁর দাবি, রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে হস্তক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার৷ জানা গিয়েছে দু’দিনের সফরে দিল্লি গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক৷ আজ সকালে সংসদ ভবনে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি৷ তাঁর বক্তব্য, এখনও হিংসা চলছে এবং এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে সঠিক তথ্য দিচ্ছে না রাজ্য সরকার৷ ফলে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করুক৷ কিন্তু প্রশ্ন উঠেছে বাদল অধিবেশন যোগ দিতে রাজ্যের বিজেপি সংসদরা উপস্থিত রয়েছেন দিল্লিতে৷ তাহলে একই অভিযোগ নিয়ে কেন দিল্লি আসতে হল তাঁকে? তবে কি অন্য কোনও রণকৌশল নিয়ে দিল্লির দরবারে গিয়েছেন শুভেন্দু? কারণ ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট জমা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন৷ তাছাড়া কোনও নালিশ থাকলে দিল্লিতে উপস্থিত নেতারাই তা জানাতে পারতেন৷ শুভেন্দুকে আসতে হল কেন? এ নিয়ে খোঁচা দিয়েছে তৃণমূল৷ 

আরও পড়ুন- গণপরিবহণে মহিলা যাত্রী সুরক্ষায় অস্ত্র CCTV, গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

এদিন অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গে এখনও ভোট পরবর্তী হিংসা জারি রয়েছে৷ বিরোধী দলনেতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি৷ ওঁনাকে সবটাই জানিয়েছে৷ অন্য কিছু বিষয়ও রয়েছে৷ যা মিডিয়াকে বলা সম্ভব নয়৷ এদিকে কুণাল ঘোষ বলেন, ভোটের আগে দিল্লি থেকে নেতারা ডেইলি প্যাসেঞ্জারি করতেন৷ ভোটের পরেও গোপন ডেইলি প্যাসেঞ্জারি চলছে৷ রাজ্য কমিটির লোকজনই জানে না কে কখন কোথায় যাচ্ছে৷ তিনি আরও বলেন, আদি বিজেপি নেতাদের সূত্রে খবর, ধমক দেওয়ার জন্যেই ডাকা হয়েছিল শুভেন্দুকে৷ যে ভাবে উনি বলেছেন তাঁর কাছে সকলের কল রেকর্ডিং রয়েছে তাতে মুখ পুড়েছে অমিত শাহের৷ কারণ ইতিমধ্যেই পেগাসাস কেলেঙ্কারি ফাঁস হয়ে গিয়েছে৷ তাই অত্যন্ত অসন্তুষ্ট হয়ে ধমক দেওয়ার জন্য ও সতর্ক থাকার জন্য ডাকা হয়েছিল তাঁকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =