গণপরিবহণে মহিলা যাত্রী সুরক্ষায় অস্ত্র CCTV, গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

গণপরিবহণে মহিলা যাত্রী সুরক্ষায় অস্ত্র CCTV, গুরুত্বপূর্ণ রায় হাইকোর্টের

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: গণপরিবহণে যাত্রী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল। শুক্রবার ছিল মহিলা যাত্রীদের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানি৷ এই মামলায় হাইকোর্টের নির্দেশ, অবিলম্বে বেসরকারি বাস ও মিনিবাসগুলিতে নজরদারি বাড়ানোর বন্দোবস্ত করতে হবে৷ নজরদারির উদ্দেশে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে প্রতিটি বাসে৷ 

আরও পড়ুন- ত্রাণ নিয়ে দলবাজি, খোদ মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ স্থানীয় তৃণমূল নেতার!

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন বলে, বেসরকারি বাস, মিনিবাসে সর্বক্ষণ নজরদারি চালাতে হবে৷ পাশাপাশি আলাদা আলাদা করে হেল্পলাইন নম্বর লিখে রাখতে হবে। মহিলা, বৃহন্নলাদের পাশাপশি পুরুষদের জন্যেও ফোন নম্বর দিতে হবে। রাজ্যর প্রতিটি জেলায় এই নির্দেশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে পরিবহণ দফতরকে। যাত্রী নিরাপত্তা ও সুরক্ষার পাশাপশি যাত্রী স্বছ্যন্দ কী ভাবে বাড়ানো যায় রাজ্য সরকারকে সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে বলেও নির্দেশ দেয় বেঞ্চ৷ 

আরও পড়ুন- ফের তপ্ত শুভেন্দুর খাসতালুক, শাসকের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ

বাসে-ট্রামে হামেশাই হেনস্থা হতে হয় মহিলা যাত্রীদের৷ যা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ উঠে এসেছে৷ মহিলা যাত্রীদের নিরাপত্তা নিয়ে এবার উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্ট৷ যাত্রীদের জন্য প্রতিটি বাস স্টপে এবং প্রতিটি সরকারি ও বেসরকারি বাস, মিনিবাসে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে বলে নির্দেশ দেওয়া হল। আগামী ১২ই অগাস্ট রাজ্য সরকার জানাবে মহিলা যাত্রী ও বৃহন্নলাদের নিরাপত্তা নিয়ে তাঁরা কী কী পদক্ষেপ করেছে এবং কী পদক্ষেপ করবে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =