CID-র তলবে হাজিরায় ‘না’ শুভেন্দুর, আজ ভবানীভবনে যাচ্ছেন না বিরোধী দলনেতা

CID-র তলবে হাজিরায় ‘না’ শুভেন্দুর, আজ ভবানীভবনে যাচ্ছেন না বিরোধী দলনেতা

কলকাতা:  প্রাক্তন দেহরক্ষীর মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীকে তলব করেছিল সিআইডি৷ সোমবার সকাল ১১টায় ভবানী ভবনে ডেকে পাঠানো হয় বিধানসভার বিরোধী দলনেতাকে৷  তবে আজ ভবানী ভবনে যাচ্ছেন না শুভেন্দু। সোমবার ইমেল মারফত সিআইডি-কে তা জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। কারণ হিসাবে শুভেন্দু জানান, দিনভর টানা কর্মসূচি থাকার কারণেই সিআইডি-র দফতরে হাজিরা দিতে পারবেন না তিনি। অন্যদিকে সিআইডি সূত্রে খবর, আজ তলব উপেক্ষা করায় ফের শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হবে। 

আরও পড়ুন- তৈরি নতুন স্লোগান, ভবানীপুরে জোড় প্রচারে তৃণমূল, শুনে নিন আপনিও

প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্য মৃত্যুর কিনারা খুঁজতে সোমবার ভবানী ভবনে তলব করা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে৷ জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য প্রশ্নের একটি তালিকাও তৈরি করে রেখেছিলেন সিআইডি অফিসাররা৷ কিন্তু আদ সকালে তিনি ইমেল করে জানান, দিনভর ব্যস্ত কর্মসূচির জেরে তার পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷ উল্লেখ্য, এর আগেও শুভব্রত মৃত্যু মামলায় দু’বার শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করেছে সিআইডি৷ আরও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করতেই ভাবানীভবনে তাঁকে তলব করা হয়৷

আরও পড়ুন- দল চাইলে ভবানীপুরেও মমতার বিরুদ্ধে লড়তে প্রস্তুত, জানিয়ে দিলেন শুভেন্দু

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৪ অক্টোবর গুলিবিদ্ধ হয়ে মারা যান শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী৷ তাঁর স্ত্রী সূপর্ণা বলেন, ৬-৭ বছর শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাঁর স্বামী৷ কী ভাবে তিনি আচমকা গুলিবিদ্ধ হলেন? কেনই বা তাঁকে কলকাতায় নিয়ে আসতে এত দেরি করা হল? এফআইআর-এ একাধিক প্রশ্ন তুলেছেন সূপর্ণা৷ কিন্তু কেন তিনি আড়াই বছর মুখ বুজে রইলেন? জবাবে সূপর্ণা জানিয়েছিলেন, শুধুমাত্র আতঙ্কে মুখ বন্ধ রেখেছিলেন তিনি৷ তিনি এটাও মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে তিনি হয়তো সুবিচার পাবেন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =