দল চাইলে ভবানীপুরেও মমতার বিরুদ্ধে লড়তে প্রস্তুত, জানিয়ে দিলেন শুভেন্দু

দল চাইলে ভবানীপুরেও মমতার বিরুদ্ধে লড়তে প্রস্তুত, জানিয়ে দিলেন শুভেন্দু

কলকাতা:  ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন৷ কিন্তু উপনির্বাচনে বিজেপি’র অবস্থান কী হবে, তা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে বিভ্রান্তি৷ এক বার রাজ্য সভাপতি বলছেন তাঁরা আইনি পথে নির্বাচন ঠেকাবেন৷ আবার পরক্ষণেই বলছেন ভোটে ঝাঁপিয়ে পড়বেন৷ এই পরিস্থিতিতে উত্তেজনার পারদ চড়িয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, দল চাইলে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াতে প্রস্তুত তিনি৷ 

আরও পড়ুন- একতারা হাতে ভবানীপুরে প্রচারের সুর বাঁধলেন মদন, দেওয়ালে লিখলেন মমতার নাম

এদিকে ভোটের দিন ঘোষণা হতেই ভবানীপুর, শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল৷ ভবানীপুরের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে তাদের প্রার্থী যথাক্রমে আমিরুল ইসলাম এবং জাকির হোসেন। কিন্তু ভবানীপুরে বিজেপি’র প্রার্থী কে? তা এখনও ঠিক করতে পারেননি দল৷ মঙ্গলবার এই বিষয়ে বৈঠকে বসবে গেরুয়া শিবির৷ তবে রাজনৈতিক সমীক্ষকরা বলছেন, তিন কেন্দ্রেই সুবিধাজনক অবস্থায় নেই রাজ্যের বিরোধী দল৷ 

আরও পড়ুন- উলটো সুর বিজেপি বিধায়কের মুখে, অস্বস্তিতে নেতৃত্ব

এদিকে দল চাইলে আরও একবার ভবানীপুর থেকে ভোটে দাঁড়াতে প্রস্তুত বলে জানিয়েছিলেন রুদ্রনীল ঘোষ৷ এদিন সেই জল্পনা বহু গুণ বাড়িয়ে এবার শুভেন্দু অধিকারী বললেন, ভবানীপুরে প্রার্থী করা হলে তিনি প্রস্তুত৷ এদিকে, দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ ওঁকে মুখ্যমন্ত্রী করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে৷’’ সেই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘বাকি চার কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করল না কমিশন৷ সেখানকার জনগণ কী অপরাধ করেছে? তাঁরা কেন নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন?’’ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − two =