নন্দীগ্রাম: প্রতিবেশী দেশ বাংলাদেশের ইসকন মন্দিরে হামলা প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন শুভেন্দু৷
আরও পড়ুন- অবশেষে মিলল স্পিকারের সময়, মঙ্গলে সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বাবুল
শুভেন্দুর কথায়, ‘‘যিনি ভবানীপুরে উপ নির্বাচনের সময় বলেছিলেন, আমি হিন্দু বাড়ির মেয়ে বলে আমাকে বিদেশে যাওয়া অনুমতি দিল না প্রধানমন্ত্রী এবং ভারত সরকার। এখন হিন্দু বাড়ির মেয়ে ঘুমাচ্ছে কেন? অষ্টমী থেকে যা চলছে, আমি নিজে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছি। যেহেতু এটা প্রতিবেশী রাষ্ট্রের বিষয়, আমরা দায়িত্বশীল জনপ্রতিনিধি। পররাষ্ট্র নীতি মেনে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানিয়েছি। আমাদের সবার আত্মীয় স্বজন রয়েছেন সেখানে, সবাই ফোন করে বিষয়টি জানাচ্ছেন। আমিও একজন ইসকনের ভক্ত৷’’
একই সঙ্গে শুভেন্দু বলেন, ‘‘এই ঘটনাকে নিন্দা জানানোর কোনও ভাষা নেই। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল মুখে বাংলা বললে বাঙালি হওয়া যায় না। বাংলার মেয়ে চণ্ডীপাঠ করছিলেন নন্দীগ্রামে এসে, ভুলভাল চণ্ডীপাঠ। তিনি আজকের চুপ রয়েছেন কেন? জোরালো প্রতিবাদ তো ওঁনারও করা উচিত।’’ অশোকনগরে ড্রেন পরিষ্কার করতে গিয়ে প্রচুর পরিমাণ ভোটার কার্ড পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এই জন্যই ভারত সরকার স্বরাষ্ট্রমন্ত্রক বিএসএফকে ৫০ কিলোমিটার এরিয়া বাড়িয়ে দিয়েছে৷’’