রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে নালিশ, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে নালিশ, নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন শুভেন্দুর

কলকাতা:  রাজ্যে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি সম্পর্কে নালিশ জানাতে বিজেপি সাংসদদের নিয়ে আজ রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী৷ রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন-শৃঙ্খলা, নারী সুরক্ষা নিয়ে সওয়াল করলেন বিরোধী দলনেতা৷ পাশাপাশি দলের ভাঙন রুখতে ‘দলত্যাগ বিরোধী’ আইন আনার কথাও উল্লেখ করলেন তিনি৷  

আরও পড়ুন- যোগী রাজ্যে সাংবাদিক মৃত্যুর ঘটনাকে ‘খুন’ আখ্যা, তীব্র ধিক্কার মমতার

রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির প্রসঙ্গ টেনে এদিন শুভেন্দু বলেন, এর আগে রাজ্যে তেলিনিপাড়া, ধূলাগড়, বশিরহাট, কালিয়াচক দেখেছি৷ আমরা আশা করেছিলাম ২১৩টি আসন নিয়ে ক্ষমতায় আসার পর এগুলো বন্ধ হবে৷ কিন্তু চন্দননগর আর তিলজলায় যে ঘটনা ঘটেছে তার নিন্দার কোনও ভাষা নেই৷ প্রতিবাদ করায় কিছু যুবকে গ্রেফতার করা হয়েছে৷ ধর্ম নিরপেক্ষতার অর্থ সনাতনীদের বিপন্ন হওয়া নয়৷ কেন্দ্রীয় সরকারকে এই বিষয়টা দেখতে হবে৷ কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবে রাজ্যপালের কাছে এই বিষয়ে আবেদন জানানো হয়েছে৷ 

তিনি আরও বলেন, ২ মে’র পর থেকে শুরু হওয়া রাজনৈতিক সন্ত্রাস সাম্প্রদায়িক হিংসায় পরিণত হয়েছে৷ তফশিলি জাতি-উপজাতির মানুষ বিপন্ন৷ বাংলায় আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে৷ খালিস্তানি জঙ্গিরা শুট আউট হচ্ছে৷ মহিলারা ধর্ষিত হচ্ছে৷ শিশু ধর্ষিত হচ্ছে৷ কোথায় গেল নারী সুরক্ষা? প্রশ্ন তোলেন তিনি৷ 

রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে শুভেন্দু আরও বলেন, ১ জুন থেকে মহিলাদের হাতখরচ দেওয়ার কথা ছিল, এখনও তা দেওয়া হয়নি৷ উল্টে বিজেপিকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে৷ জোড় করে পদত্যাগ করতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে৷ এটাই কি নারী সুরক্ষার সোপান? তাঁর কথায়, বিশেষ ভাবে তফশিলি জাতি-উপজাতির মানুষের উপর আক্রমণ করা হচ্ছে৷ দিল্লি চুপ করে থাকবে কেন? এর ব্যবস্থা নিতে হবে৷ সুর চড়িয়ে তিনি বলেন, ক্ষমতার দম্ভে মিথ্যে মামলার ভয় দেখিয়ে বাংলার গণতন্ত্র, বাক স্বাধীনতা ও বিরোধীদের খতম করা যাবে না৷ ভোট গণনার ১ মাস পরেও বিজেপি’র ১৭ হাজার কর্মকর্তা ঘর ছাড়া৷ এর জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =