কলকাতা: সাংবাদিকের রহস্যমৃত্যুর ঘটনায় তোলপাড়া যোগী রাজ্য৷ শনিবার রাতে উত্তরপ্রদেশের কাতরা থেকে উদ্ধার হয় এবিপি গ্রুপের সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের মৃত দেহ৷ এই ঘটনায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- ‘চেষ্টা নয়, মেটাতেই হবে’, GST বাবদ রাজ্যের ক্ষতিপূরণ চেয়ে সরব অমিত মিত্র
প্রতাপগড় এলাকায় মাদক মাফিয়াদের বিরুদ্ধে তাঁর চ্যানেলে একটি খবর প্রকাশ করছিলেন সুলভ৷ এর জন্য তাঁর জীবনের ঝুঁকি রয়েছে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি৷ এই আশঙ্কার কথা জানিয়ে প্রগাগরাজের এডিজি-র কাছে চিঠিও জানিয়েছিলেন সুলভ৷ শনিবার এই চিঠি পাঠান তিনি৷ আর এর ঠিক পরের দিন রহস্যজনক ভাবে উদ্ধার হয় সাংবাদিকের মৃতদেহ৷ রবিবার রাতে একটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর৷ আপাতদৃষ্টিতে একটি দুর্ঘটনা মনে হলেও এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করা হচ্ছে৷
জানা গিয়েছে, মাদক মাফিয়াদের নিয়ে রিপোর্ট প্রকাশ করার পর থেকেই হুমকি আসছিল তাঁর কাছে৷ রবিবার রাতে কাজ থেকে ফেরার সময় প্রতাপগড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷ সুলভের মুখে গভীর ক্ষত দেখা গিয়েছে৷ এবং গায়ে পোশাক প্রায় ছিল না বললেই চলে৷ দুর্ঘটনার ক্ষেত্রে জামা কাপড়ের এহেন অবস্থা হওয়া সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে৷ এই ঘটনায় যোগী সরকারকে কড়া ভাষায় বিঁধেছেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী৷ প্রিয়াঙ্কা টুইটে লেখেন, ‘‘ পুরো রাজ্যে মৃত্যুর তাণ্ডব চলছে৷ সরকার নীরব৷ জঙ্গলরাজ পালনকারী এই সরকারের কাছে সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের পরিবারের সদস্যদের চোখের জলের কোনও উত্তর আছে?’’
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে যোগী রাজ্যের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে কী হচ্ছে? এবিপি নিউজের একজন সাংবাদিককে খুন করা হল৷ আমি এই ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি৷’’ পাশাপাশি তিনি টুইট করে বলেন, ‘‘উত্তরপ্রদেশে এবিপি-র সাংবাদিক সুলভ শ্রীবাস্তবের মৃত্যু দুর্ভাগ্যজনক৷ ‘গণতন্ত্র এবং স্বাধীনতা’র উপর ভিত্তি করে যাঁরা সত্য প্রকাশ করছেন আমরা তাঁদের জীবন রক্ষা করতে পারছি না৷’’