কলকাতা: আলিপুর জেলে বন্দি সুদীপ্ত সেনের লেখা চিঠির তদন্ত চেয়ে সিবিআইকে চিঠি পাঠালেন শুভেন্দু অধিকারী৷ কয়েক দিন আগেই জেল থেকে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠায় সারদা কর্তা সুদীপ্ত সেন৷ ওই চিঠিতে পাঁচজন রাজনীতিকের নাম উল্লেখ করা হয়েছে৷ এই বিষয়ে তদন্তের জন্য সিবিআই-এর পাশাপাশি পুলিশের পদক্ষেপও চেয়েছেন শুভেন্দুবাবু৷ তিনি বলেন, সুদীপ্ত সেনের এই চিঠি উদ্দেশ্যপ্রণোদিত৷ মন্ত্রিত্ব ছাড়ার পরেই আমার নাম করে চিঠি পাঠানো হয়েছে৷
আরও পড়ুন- ‘যত মত, তত পথ, সব পথই খোলা রয়েছে’, কোন ইঙ্গিত দিলেন রাজীব
বৃহস্পতিবার সিবিআই-এর রিজিওনাল এবং ন্যাশনাল ডিরেক্টর উভয়ের কাছেই চিঠি পাঠান শুভেন্দু অধিকারী৷ সুদীপ্ত সেনের লেখা চিঠির তদন্ত করার আর্জি জানিয়েছেন তিনি৷ সারদা মামলার অপরাধী সুদীপ্ত সেন তার চিঠিতে যে পাঁচ জন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছে তার মধ্যে অন্যতম শুভেন্দু অধিকারী৷ বিসিআই দীর্ঘ দিন ধরেই সারদা চিট ফান্ডের তদন্ত করছে৷ এতদিন এই পাঁচ জনের নাম সিবিআই-এর কাছে ছিল না৷ সিবিআই-এর চার্জশিটেও কোনও দিন এই নামগুলো উঠে আসেনি৷ তাহলে কেন এতদিন পর সুদীপ্ত সেন এই চিঠি লিখল? কী ভাবে পাঁচজনের নাম উল্লেখ করল তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ তাহলে এতদিন সিবিআই-এর কাছে কি এই তথ্য ছিল না?
আরও পড়ুন- কেন্দ্রের তলবে না যাওয়ার ইঙ্গিত মুখ্যসচিব-ডিজিপির! কোন আইনে তলব? প্রশ্ন কল্যাণের
শুভেন্দু অধিকারীর বক্তব্য, সিবিআই-এর তদন্তের গতিপ্রকৃতি বদলে দেওয়ার চেষ্টা চলছে৷ এত দিন পর কেন নাম উল্লেখ করল সুদীপ্ত সেন, এই বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি৷ পাঁচজন রাজনীতিবিদের বিরুদ্ধে সুদীপ্ত সেনের এই চিঠি নিয়ে বিপুল প্রচার হয়েছে৷ শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার ঠিক পরেই এই চিঠি লেখা হয়৷ এবং শুভেন্দু অধিকারী অন্য কোনও রাজনৈতিক দলে যেতে পারে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে৷ শুভেন্দু তাঁর চিঠিতে লিখেছেন, চিটফান্ড তদন্তে নাক গলানোর চেষ্টা চলছে৷