Aajbikel

‘‌শুভেন্দু গো–ব্যাক’‌! নিজের বিধানসভা কেন্দ্রে ফের কালো পতাকা দেখলেন বিরোধী দলনেতা

 | 
শুভেন্দু

কলকাতা: নিজের বিধানসভা কেন্দ্রে ফের ‘‌কালো পতাকা’ দেখতে হল রাজ্যের বিরোধী দলনেতা‌ শুভেন্দু অধিকারীকে। তাঁর কর্মসূচির আগেই উত্তেজনা নন্দীগ্রামে। শুভেন্দু সেখানে পৌঁছনোর আগেই টেঙ্গুয়া মোড়ে মুখোমুখি হয় তৃণমূল-বিজেপি। শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা৷ 

আরও পড়ুন- গোষ্ঠী সংঘর্ষে উত্তাল বীরভূম, বোমা বিস্ফোরণে উড়ল পা

সোমবার নন্দীগ্রামের ভেকুটিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যান শুভেন্দু৷ তাঁর যাওয়ার পথে টেঙ্গুয়া মোড়ে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসে দিয়েই বেরিয়ে যায় শুভেন্দুর কনভয়।


 স্থানীয় সূত্রে খবর, সোমবার সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে যাওয়ার পথে নন্দীগ্রামে বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু অধিকারী। টেঙ্গুয়া মোড়ে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা। তাঁকে দেখে শুভেন্দু গো–ব্যাক স্লোগান ওঠে। তাঁকে দেখে ফের স্লোগান ওঠে, ‘‌চোর চোর চোরটা, শিশিরের ছেলেটা’‌।

তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামের মানুষের সঙ্গে দ্বিচারিতা করেছেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রাম আন্দোলনের সময় ভূমিরক্ষা কমিটির কিছু সদস্য যাদের জন্য প্রাণ হারিয়েছিলেন, তাদের এখন শুভেন্দু অধিকারীর সভায় দেখা যাচ্ছে।

Around The Web

Trending News

You May like