কলকাতা: “রাজ্যে জঙ্গলে রাজত্ব চলছে”! সোমবার রাতে উত্তর ২৪ নিমতায় নিগৃহীত বিজেপি কর্মী গোপাল মজুমদার ও তার ৮৫ বছরের বৃদ্ধা মা শোভা মজুমদারকে দেখতে এসে এ ভাবেই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত শুক্রবার রাত দেড়টা নাগাদ গোপাল বিজেপির হাতে নিগৃহীত হন বলে অভিযোগ। শুধু তাই নয় তার বৃদ্ধ মা’কেও সেদিন রাতে মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই রাজনৈতিক চাপানোতোর শুরু হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু জানান, “শোভ মজুমদার হলেন বাংলার নারী, বাংলার মা, আমরা তাকে সুস্থ করতে এসেছি। তার মুখের দিকে তাকান দেখুন, কিভাবে মারা হয়েছে। এই ঘটনার জঘন্য, নিশংস। মমতা ব্যানার্জির সরকারের উচিত ছিল কোন রাজনৈতিক রঙ না দেখে পদক্ষেপ নেওয়া। কিন্তু তা নেওয়া হয়নি। এখানকার পুলিশ আধিকারিক ও কোনো ব্যবস্থা নেয়নি। তার ও তো মা আছে। আসলে এ রাজ্যের জঙ্গল রাজ চলছে। গত তিনদিন ধরে নির্বাচন কমিশনের ভূমিকা ও খুব একটা ভালো ছিল না।’
আরও পড়ুন- অনুব্রতর গড়ে শোভন-বৈশাখী, জোড়া রোড শো শোভন জুটির!
সোমবার রাত সাড়ে আটটা নাগাদ বৃদ্ধা শোভা মজুমদারকে দেখতে আসেন শুভেন্দু অধিকারী ও ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তারা সেখানে মিনিট পনেরো থেকে বেরিয়ে যান। এই পনেরো মিনিটে তারা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করার কথা জানিয়ে যান। অন্যদিকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারকে নিশানা করেন সংসদ অর্জুন সিং। তার অভিযোগ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রসঙ্গত, এ দিন সকালেই আহত বিজেপি কর্মী গোপালের বাড়িতে আসেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও দেবজিৎ সরকার। তারা এই ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে নিমতা থানা ঘেরাও করেন।
আরও পড়ুন- বিজেপিতে স্বাগত! অধীরকে গেরুয়া শিবিরে ডাক দিলীপের
অন্যদিকে, অশীতিপর বৃদ্ধার উপরে হামলার ঘটনায় জাতীয় মহিলা কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। এই ঘটনায় যারা দোষী তাদের দ্রুত শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলে কমিশনের তরফে ডিজি বীরেন্দ্রকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিমতার বিজেপি কর্মী গোপাল মজুমদারের বাড়িতে ঢুকে তার ৮৫ বছরের অসুস্থ বৃদ্ধা মা শুভা মজুমদারকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।