সরকার পরিবর্তনের কথা বলেননি! ডিসেম্বর বদলে নতুন ‘তারিখ’ দিলেন শুভেন্দু

সরকার পরিবর্তনের কথা বলেননি! ডিসেম্বর বদলে নতুন ‘তারিখ’ দিলেন শুভেন্দু

কলকাতা: ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর। এই তিনটি তারিখ নিয়ে ব্যাপক জল্পনা আছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছিল যে, এই তিনদিনে কিছু একটা বড় হবে। খোদ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই ইঙ্গিত দিয়েছিলেন। আজ সেই ১২ ডিসেম্বর। এদিনই কলকাতার হাজরায় সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই সভা থেকে তাঁর বক্তব্য, সরকার বদলের কোনও কথা বলেননি তিনি, আর ১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে। অর্থাৎ হুঁশিয়ারি দেওয়ার মাস-তারিখ বদল করে দিলেন তিনি।

আরও পড়ুন- মেডিক্যাল কলেজে গেলেন চন্দ্রিমা, দিন না বললেও ছাত্র নির্বাচন নিয়ে বড় আশ্বাস

এদিন ‘প্রতিবাদ ‘সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী জানান, চোর, দুর্নীতিবাজ, জেহাদিদের নিয়ে সরকার গঠন করার চিন্তা তারা করেন না। আর এই দিনগুলিতে সরকার পড়বে, এমন কথাও তিনি বলেননি। আগামী জানুয়ারির মধ্যে ধেড়ে বড় ডাকাত থেকে ধেড়ে ইঁদুর ধরা পড়বে এবং তারা সকলে জেলে যাবেই। বিজেপি বিধায়কের এই মঞ্চ থেকেই নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পুলিশকে কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, কয়লা কাণ্ডে হাজার কোটি টাকা ‘বাবুসোনা’ খেয়েছে, আর আজ এখান থেকে পালিয়েছে। শুভেন্দুর কথায়, তাঁকে বলা হচ্ছিল যে তিনি নাকি কাঁথি থেকে পালিয়েছেন। তাহলে আজ সকলে কোথায় গেল, প্রশ্ন তাঁর।

পুলিশকে একহাত নিয়ে শুভেন্দুর বক্তব্য, এটাই একমাত্র রাজ্য যেখানে পুলিশ একটা পার্টির ক্যাডার। তৃণমূলের সভামঞ্চে পুলিশকে উর্দি পরে দেখা যাচ্ছে। তাহলে এই পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট কী ভাবে হবে, তা জানতেই চেয়েছেন শুভেন্দু। তাঁর খোঁচা, এরপর যখন এক দেশ, এক পুলিশ হবে, কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে যখন সব আসবে, তখন দেখা যাবে পুলিশ কী করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nine =