মেডিক্যাল কলেজে গেলেন চন্দ্রিমা, দিন না বললেও ছাত্র নির্বাচন নিয়ে বড় আশ্বাস

মেডিক্যাল কলেজে গেলেন চন্দ্রিমা, দিন না বললেও ছাত্র নির্বাচন নিয়ে বড় আশ্বাস

কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে অচলাবস্থা চলছে। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পড়ুয়াদের আন্দোলন প্রায় ৯৫ ঘণ্টা পার হয়ে গিয়েছে। এরই মধ্যে সোমবার কলকাতা মেডিক্যাল কলেজে গিয়েছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আন্দোলনরত ছাত্রদের অনশন প্রত্যাহার করতে অনুরোধ করেছেন এবং একই সঙ্গে এও জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি এখানে এসেছেন।

আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তাল মেডিক্যাল, হাইকোর্টে গেলেন রোগীর আত্মীয়

শনিবার আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য সচিব। কিন্তু সমস্যার সমাধান তারা বের করতে পারেননি। তাহলে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি পারবেন? এটা বলা এখন সহজ নয় কারণ পড়ুয়ারা নিজেদের দাবিতে অনড়। যদিও রাজ্যের মন্ত্রীর আশ্বাস, এই মুহূর্তে নির্বাচনের সঠিক তারিখ বলা সম্ভব না হলেও ছাত্র নির্বাচন নিশ্চিত ভাবে হবে। তবে আন্দোলন কবে উঠবে সে ব্যাপারে বিক্ষোভকারীরা এখনও কিছুই জানায়নি। এদিকে আজই কলেজে এক পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। ওই পড়ুয়াকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে।

কী নিয়ে আন্দোলন? পড়ুয়াদের বক্তব্য, ২২ ডিসেম্বর ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছিল। সোমবার হঠাৎই  নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হয়। আন্দোলনকারীদের অভিযোগ, বাইরের রাজনৈতিক দলের প্রভাব খাটাতেই বারবার করে ছাত্র সংসদের নির্বাচন স্থগিত করা হচ্ছে। ভোট না হলে ঘেরাও আন্দোলন তোলা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =