শুধু ভোটে ব্যস্ত রাজ্য! কটাক্ষ শুভেন্দুর, শিশু মৃত্যুতে কেন্দ্রকে চিঠি

শুধু ভোটে ব্যস্ত রাজ্য! কটাক্ষ শুভেন্দুর, শিশু মৃত্যুতে কেন্দ্রকে চিঠি

কলকাতা: একাধিক জ্বরের আতঙ্ক গ্রাস করেছে রাজ্যবাসীকে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় অনেক শিশু এই ‘অজানা’ জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে। যত দিন যাচ্ছে, তত বেশি আতঙ্ক বাড়ছে। তবে এই ইস্যুতে এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি লিখলেন রাজ্যের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে শুধু এই প্রেক্ষিতে চিঠি লেখেননি তিনি, চিঠিতে রাজ্যকে একহাতও নিয়েছেন তিনি। যদিও তাঁর পালটা দিয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। আবার তাৎপর্যপূর্ণভাবে এই ইস্যুতে রাজনীতি না করার জন্য পরোক্ষে বার্তা দিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। 

আরও পড়ুন- ফের দুষ্কৃতী তাণ্ডব ভাটপাড়ায়, পড়ল বোমা, জখম ২

আসলে এই সময়ে একাধিক জ্বরের প্রভাব দেখা দিচ্ছে বাংলায়। করোনা ভাইরাসের কারণে জ্বর তো রয়েছেই, এর সঙ্গে ধরা পড়ছে স্ক্রাব টাইফাস, ডেঙ্গি, ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লু’র মত রোগ। সব মিলিয়ে বাংলার সার্বিক চিত্রটা খুবই আতঙ্কের। উত্তরবঙ্গের মালদহ, জলপাইগুড়ি সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় শিশু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে। তাই নিয়েই কেন্দ্রকে চিঠি লিখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তাতে শাসক দলকে একহাত নিয়েছেন তিনি। বলেছেন, বাংলার প্রশাসন এখন শুধু ভোটে ব্যস্ত, তাদের নজর শুধু ভবানীপুরে। তাই কেন্দ্র যেন এই ব্যাপারে নজর দেয়। তাঁর এও দাবি যে, শুধু উত্তরবঙ্গে চিকিৎসাধীন প্রায় ৭৫০ শিশু। কিন্তু রাজ্য সরকার কোনও গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারে। 

যদিও এই ইস্যুতে তাঁকে নাম না করে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। বলেছেন, অলস মস্তিষ্ক শয়তানের বাসা! কিছু নেতারা ভেসে থাকার জন্য এসব বলছেন। কিন্তু রাজ্য সরকার যথাযথ চেষ্টা করছে এবং এই ব্যাপারটিকে প্রচণ্ড গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি টুইটারে লিখেছেন, এই ইস্যুতে যেন কেউ রাজনীতি না করে। সবাই একসঙ্গে প্রার্থনা করুক যাতে শিশুদের খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =