সোমেন পত্নী শিখাও এবার বিজেপিতে? শুভেন্দু সাক্ষাতে বাড়ছে জল্পনা

সোমেন পত্নী শিখাও এবার বিজেপিতে? শুভেন্দু সাক্ষাতে বাড়ছে জল্পনা

কলকাতা: একটা ছবি ঝড়ের গতিবেগে ভাইরাল হতেই জল্পনা তুঙ্গে। তাহলে কি এবার বিজেপিতে নাম লেখাতে চলেছেন প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বর্ষিয়ান কংগ্রেস নেতা সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র? কারণ সদ্য তিনি সাক্ষাৎ করেছেন নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। তাঁদের সাক্ষাতের ছবি সামনে আসতেই খবর রটে গেছে যে, আজই নাকি বিজেপির হেস্টিংসের দফতরে তিনি দলে যোগ দিতে পারেন‌। যদিও শিখা মিত্র এবং তাঁর ছেলে জানাচ্ছেন অন্য কথা।

শুভেন্দু অধিকারীর সঙ্গে মায়ের সাক্ষাৎকার নিয়ে শিখা মিত্রের ছেলে রোহন জানিয়েছেন, গতকাল শুভেন্দু অধিকারী তাঁর মায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং কিছু ব্যাপারে তাঁদের কথা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত মা কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই জানিয়েছেন ছেলে। এর থেকে বেশি কিছু এই ব্যাপারে বলতে চাননি তিনি। শুধু জানিয়েছেন, কোন রকম সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি এবং তাঁর মায়ের সঙ্গে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আলোচনাও হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর সঙ্গে তাদের ভালো সম্পর্ক এবং সেটা ভবিষ্যতেও থাকবে বলেও স্পষ্ট করা হয়েছে। উল্লেখ্য, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সোমেন মিত্র সম্পর্কে যথেষ্ট ভাল ছিল। কিন্তু এখন তাঁর স্ত্রী এবং ছেলের সঙ্গে বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতির অতটা ভালো সম্পর্ক নেই বললেই চলে। সুতরাং বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যদি এই দলবদল ঘটে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। 

আরও পড়ুনকান্নাকাটি অতীত! আজই গেরুয়া হচ্ছেন মমতার একদা ছায়াসঙ্গী সোনালী

এদিকে আবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে নজর কেড়েছেন সোমেন পুত্র রোহন। তাই এখন অনেকেই মনে করছেন দলবদল পরিস্থিতিতে আবার হয়তো একটি পরিবারের বিভেদ সৃষ্টি হতে চলেছে। শিখা যদি বিজেপিতে যান তাহলে হয়তো রোহন আসতে পারেন তৃণমূল কংগ্রেসে। তবে পুরো ব্যাপারটা নিয়েই এখন প্রবল ধোঁয়াশা। এখনো পর্যন্ত প্রত্যক্ষভাবে দলবদল সম্পর্কে কিছুই বলা হয়নি তাঁদের তরফে। তাই আপাতত এই বিষয় নিয়ে জল্পনাই চলতে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =