কান্নাকাটি অতীত! আজই গেরুয়া হচ্ছেন মমতার একদা ছায়াসঙ্গী সোনালী

আজ হেস্টিংস অফিস থেকে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন সোনালী গুহ

কলকাতা: কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকে যে দলবদলের কালো মেঘ দেখা দিয়েছিল শাসকদলের আকাশে, প্রার্থী তালিকা ঘোষণার পর যেন তা বেড়ে গেছে আরো কয়েকগুণ। উত্তর থেকে দক্ষিণ, ভোটের টিকিট না পাওয়ায় বঙ্গ তৃণমূলের অন্দরে দেখা দিয়েছে বিদ্রোহ। আর এই আবহেই আজ বিজেপিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ।

দলের প্রার্থী তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালী গুহ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল তাঁর কান্নাকাটির ভিডিও। তখনই শাসকদলের এই নেত্রীর কথাবার্তায় দলবদলের ইঙ্গিত ছিল স্পষ্ট। সবকিছু ঠিক থাকলে এবং খুব বড় কোনো পরিবর্তন না হলে আজই বিজেপিতে যোগ দিচ্ছেন সোনালী গুহ।

দলবদল নিয়ে গত শনিবারই রাজনৈতিক মহলকে একপ্রকার নিশ্চিত করেছিলেন সোনালী গুহ। তিনি জানিয়েছিলেন, “মুকুল দার সঙ্গে কথা বলে নিয়েছি। দল ছাড়তে আমার কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই।” সূত্রের খবর, আজ সোমবার বঙ্গ বিজেপির সদর দফতর হেস্টিংস অফিসে গিয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন সাতগাছিয়ার প্রাক্তন তৃণমূল প্রার্থী সোনালী গুহ।

দীর্ঘদিনের সাথী সোনালী গুহকে কেন বিধানসভা নির্বাচনের টিকিট দিলেন না তৃণমূল সুপ্রিমো? মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “সোনালী তো অসুস্থ, তাই ওকে এবার প্রার্থী করা হয়নি।” কিন্তু সত্যিই কি তাই? বস্তুত, একুশের বিধানসভা নির্বাচনে তারকাদের জনপ্রিয়তায় ভর করে ভোট বৈতরণী পার করতে মরিয়া শাসকদল। আর তাই তৃণমূলের এবারের প্রার্থী তালিকায় রয়েছে টলিউড তারকাদের ভিড়। এই কারণেই প্রার্থী তালিকায় সোনালী গুহর জায়গা হয়নি বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। উল্লেখ্য, শুধু সোনালী গুহ নয়, একুশের ভোট প্রার্থীর তালিকায় ব্রাত্য থেকেছেন শাসকদলের একাধিক হেভিওয়েট নেতৃত্ব। ফলে দলের মধ্যেই দানা বেঁধেছে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *