শীঘ্রই বিজেপি’তে যোগ দেবেন শুভেন্দু অধিকারী, বড় দাবি মুকুলের

শীঘ্রই বিজেপি’তে যোগ দেবেন শুভেন্দু অধিকারী, বড় দাবি মুকুলের

কলকাতা: শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রাজনীতির আঙিনায়৷ তিনি বিজেপি’তে যোগ দেবেন কিনা, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে৷ এই জল্পনার মধ্যেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়৷ কোনও রকম লুকোচাপা না করেই তিনি জানিয়ে দিলেন, ‘‘দু’ চার দিনের মধ্যেই বিজেপি’তে যোগদান করবেন শুভেন্দু৷ আমাদের সঙ্গে তাঁর কথা হয়ে গিয়েছে৷’’ 

আরও পড়ুন- ‘প্রতিশ্রুতি মানেই প্রতারণা’, বিজেপির ‘চাকরির কার্ডে’ কটাক্ষ মমতার

মুকুল রায় জোড় গলায় শুভেন্দু অধিকারীর বিজেপি’তে যোগদানের কথা বললেও এখনও নিজের অবস্থান স্পষ্ট করেননি নন্দীগ্রামের বিধায়ক৷ ইতিমধ্যেই মন্ত্রিত্ব ছেড়েছেন তিনি৷ নিজের দফতরের নামও বদলে ফেলেছেন৷ তাঁর বিজেপি’তে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ এদিকে আগামী ১৯ ডিসেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ৷ তাঁর উপস্থিতিতেই তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে সূত্রের খবর৷ অন্যদিকে বেশ কয়েক দিন ধরেই শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরে স্বাগত জানাতে শুরু করেছিলেন মুকুল রায় সহ দলের প্রথম সারির নেতৃত্বরা৷ এবার আর কোনও রকম রাখঢাক রাখলেন না তিনি৷ সরাসরি তাঁর বিজেপি’তে যোগ দানের কথা ঘোষণা করে দিলেন মুকুল রায়৷ তবে শুভেন্দু আদৌ বিজেপি’তে যোগ দেবেন নাকি, অন্য কোনও পথে হাঁটবেন তা জানার অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল৷   

আরও পড়ুন- আঘাত করলে প্রত্যাঘাত পাবে, কোটি কোটি গুন্ডারাও কিছু করতে পারবে না: মমতা

এদিকে রাজ্য সফরে এসে শুভেন্দু গড় পূর্ব মেদিনীপুরে যাওয়ার কথা রয়েছে অমিত শাহের৷ অমিত শাহের উপস্থিতিতেই তিনি বিজেপিতে যোগ দেন কিনা, তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা৷ এদিন হলদিয়ার অরাজনৈতিক সভা থেকে নাম না করেই তৃণমূলকে নিশানা করেন নন্দীগ্রামের সাংসদ৷ বহিরাগত ইস্যুতে তুলোধোনা করেন রাজ্যের শাসক দলকে৷  শোনা যাচ্ছে বিজেপি’তে যোগদানের আগেও দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী৷ দল পরিবর্তনের আগে ইস্তফা দেবেন বিধায়ক পদ থেকেও৷ স্পিকার তাঁর ইস্তফা গ্রহণ করলে ইতি পড়বে তৃণমূলের সঙ্গে তাঁর ২০ বছরের সম্পর্কে৷  ধাপে ধাপে তিনি সমস্ত পদ ছাড়লেও এখনও পর্যন্ত বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি শুভেন্দু৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =