আঘাত করলে প্রত্যাঘাত পাবে, কোটি কোটি গুন্ডারাও কিছু করতে পারবে না: মমতা

বিজেপির কোটি কোটি গুন্ডারাও কিছু করতে পারবে না! 

 

জলপাইগুড়ি: আসন্ন বিধানসভা নির্বাচন যে তৃণমূল এবং বিজেপির মূল লড়াই দেখতে চলেছে তাতে কোন সন্দেহ নেই। নির্বাচনের দিনগোনা এখন থেকেই শুরু হয়ে গেছে, তাই একে অপরকে আক্রমণ করার ঝাঁজ আরও বেড়েছে। বঙ্গ বিজেপির একাধিক নেতারা জনসভা করে তৃণমূল কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে চলেছেন, এদিকে মমতাও পিছিয়ে নেই। তবে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দিয়ে দিলেন, প্রত্যাঘাত যদি একবার তিনি করেন তাহলে বিজেপির কোটি কোটি গুন্ডারাও কিছু করতে পারবে না! 

এদিন জলপাইগুড়ির জনসভা থেকে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতায় যারা থাকে আর যারা থাকে না তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। যারা ক্ষমতায় থাকে তারা শুধু কাজ নিয়ে ভাবে, মানুষের ভালো কি করে করতে হবে সেটাই তাদের মূল লক্ষ্য হয়। কিন্তু যারা ক্ষমতায় থাকে না, তোরা শুধু মানুষকে ভুল বোঝাতে চায়, গালাগালি এবং কুৎসা রটাতে থাকে। প্রেক্ষিতে বিজেপির প্রসঙ্গ টেনে মমতা বলেন, তারা শুধুমাত্র তাকে গালাগালি দিয়ে চলেছে, সরকারের বিরুদ্ধে কুৎসা রটিয়ে চলেছে। কিন্তু তারা জানে না তার শরীরে কতটা আঘাত রয়েছে। মমতার কথায়, পা থেকে মাথা পর্যন্ত মার খেতে খেতে আজকে এই জায়গায় এসেছেন তিনি। বিজেপি জানে না তিনি এখনো কিভাবে দাঁড়িয়ে রয়েছেন। এদিকে তাকে আঘাতের পর আঘাত দেওয়ার চেষ্টা করে চলেছে তারা। এই প্রসঙ্গেই মমতা হুঁশিয়ারি দিয়ে বলেন, আঘাত করে যেতে পারে, কিন্তু যখন প্রত্যাঘাত তিনি করবেন তখন বিজেপির কোটি কোটি গুন্ডারাও কিচ্ছু করতে পারবে না। তবে মমতা জানিয়ে দেন, তিনি আদতে ১০০ শতাংশ শান্তিপ্রিয় মানুষ। কিন্তু প্রত্যাঘাত করার সময় এলে তিনি ঠিকই করবেন। 

তিনি আরো বলেন, বিজেপি শুধু কুৎসা রটায় যে এ চোর, ও চোর। কিন্তু আসলে ওরা নিজেরা বড় বড় সব ডাকাত সর্দার, চম্বলের বড় বড় ডাকাত। কোন কাজ করে না শুধু নতুন ধর্মের প্রবর্তন ঘটিয়েছে সব জায়গায়। সেই ধর্ম হল দাঙ্গা ধর্ম, কুৎসা ধর্ম। মানুষের সঙ্গে মানুষের বিবাদ সৃষ্টি করার প্রক্রিয়া চালাচ্ছে বিজেপি। সবার সঙ্গে সবার ঝামেলা লাগিয়ে দিচ্ছে, সকলের সঙ্গে সকলের দূরত্ব করিয়ে দিচ্ছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ও বিজেপি একই কাজ করেছে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথায়, বিজেপির ধর্ম স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম নয়, তাদের পুরোটাই ঘৃণ্য ধর্ম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 18 =