নন্দীগ্রামে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল লাঠি, ঝাঁটা, জুতো

নন্দীগ্রামে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, দেখানো হল লাঠি, ঝাঁটা, জুতো

f2783499562859b26168e8a22bfaf86f

নন্দীগ্রাম: ১ এপ্রিল বাংলা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এইদিনের ভোট নিয়ে উত্তেজনা অন্য পর্যায়ে পৌঁছেছে কারণ সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এবারের বিধানসভা নির্বাচনের হট সিট নন্দীগ্রাম থেকে দুজনে লড়ছেন একে অপরের বিরুদ্ধে। তাই দুজনের প্রচার ঘিরেও যে উত্তেজনার পারদ চড়বে তা বলাই বাহুল্য। তবে এদিন আবার নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় মানুষ। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের লোক। এদিন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকে সভা শেষ করে বেরিয়ে আসার পর শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ প্রদর্শিত হয়। দেখানো হয় লাঠি, ঝাঁটা, জুতো!

এদিন নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আসাদতলায় জনসভা ছিল নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর। সেই সভা শেষ করে বেরিয়ে আসার পরেই যখন তিনি ফিরছেন তখন তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান কিছু মানুষ। কিছুক্ষণের জন্য শুভেন্দুর কনভয় দাঁড়িয়ে পড়ে রাস্তায়। এরপর বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে, এরা সব তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে, যিনি নিজেকে নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবে দাবি করছেন তাকেই বারবার সাধারণ মানুষের বিক্ষোভের সামনে পড়তে হচ্ছে। যদিও আজকের বিক্ষোভে অনেকেই তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিয়ে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কটু মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে। পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আরও আঁটোসাটো করে শুভেন্দু অধিকারীকে ওই এলাকা থেকে নিয়ে চলে যায়।

আরও পড়ুন-  ‘বিজেপি এসে বাংলা থেকেই তাড়াবে বাঙালিদের’, নন্দীগ্রামে চরম আক্রমণাত্মক মমতা

এদিকে আজই নন্দীগ্রামে জনসভা করে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে কড়া আক্রমণ করেন নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, গতকাল বিরুলিয়ায় শুভেন্দু অধিকারী তাঁর গুণ্ডাদের দিয়েই তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করেছে৷ মারা হয়েছে দলীয় কর্মীদের৷ তিনি বলেন, মীরজাফর-গদ্দাররা কাল রাত্রে গুণ্ডামী করতে গিয়েছিল৷ বিরুলিয়ায় তৃণমূলের পার্টি অফিস ভেঙে দিয়ে এসেছে৷ ওঁরা কী ভাবছে আমরা মরে গিয়েছি? আমি এখনও মুখ্যমন্ত্রী হয়ে বসে আছি৷ আমার মিটিং করে যাওয়ার পরও পার্টি অফিস ভাঙচুর করেছে, এত বড় সাহস ওঁদের৷ ফাইল ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *