‘নিজেদের নাক কেটে যাত্রা ভঙ্গ করেছে BJP-ই ’, বিধানসভায় স্বপ্নভঙ্গে বিস্ফোরক শুভেন্দু

‘নিজেদের নাক কেটে যাত্রা ভঙ্গ করেছে BJP-ই ’, বিধানসভায় স্বপ্নভঙ্গে বিস্ফোরক শুভেন্দু

কলকাতা: বিধানসভা ভোটে লক্ষ্যচ্যুত বিজেপি৷ দলের এই ভরাডুবির আড়াই মাস পরেও চলছে কারণ বিশ্লেষণ৷ বিপর্যয় নিয়ে দল যখন দ্বিধাবিভক্ত, তখন বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ দলের পরাজয়ের জন্য আত্মতুষ্টিকে দায়ী করলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘২৯৪টি আসনের মধ্যে ১৭০-১৮০ টা আসনে নিশ্চিত জয় হবেই৷ এই আত্মতুষ্টিতে ভুগেছে দল৷ নিজেদের প্রার্থীদের সম্পর্কেই খারাপ কথা বলা হয়েছে৷ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করেছে বিজেপি কর্মীরা৷’’

আরও পড়ুন- ‘দিদি’র ‘অনুপ্রেরণা’য় চটি পায়ে জনতার দুয়ারে কল্পতরু বিধায়ক!

একুশের নির্বাচনে ৭৫ আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে বিজেপি’কে৷ জুটেছে বিরোধী দলের তকমা৷ বিতর্ক থাকলেও হাইভোলটে নন্দীগ্রামে জিতে খানিক মান রক্ষা করেছেন শুভেন্দু৷ তবে দলের পরাজয় নিয়ে এবার মুখ খুললেন বিরোধী দলনেতা৷ তাঁর সাফ কথা, ‘অনেকেই আত্মতুষ্টিতে ভুগেছেন৷ কেউ কেউ অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলেন৷ তাঁরা ভেবেছেন ভগবানপুর জিতেছি, খেজুরি জিতেছি, অন্যত্র হারলে হারুক। ২৯৪ আসনে জয়ের হিসেবে ভুল হয়েছে৷ নিজেদের প্রার্থীদের নিয়ে খারাপ কথা বলে হয়েছে৷ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা হয়েছে৷’’ তবে এর পরেই দলীয় কর্মীদের চাঙ্গা করে তিনি বলেন, ‘‘এখন গেরুয়া পতাকা আগলে জোড় লড়াই করতে হবে৷ দেশটাকে দ্বিতীয় বাংলাদেশ হতে দিলে চলবে না৷ এটাই এখন আমাদের কর্তব্য৷’’ তিনি আরও বলেন, ‘‘অনেকেই দল ছেড়ে চলে যাচ্ছেন৷ তাই বলা হচ্ছে দল নাকি শক্তি হারাচ্ছে৷ কিন্তু এসব নিয়ে বিচলিত হবেন না৷ এতে দলের কোনও ক্ষতি নেই৷’’ 

আরও পড়ুন- মন্দারমণি ঘুরতে গিয়ে শ্রীঘরে ঠাঁয় পর্যটকের

এদিন মুকুল রায়ের প্রসঙ্গ টেনেও শুভেন্দু বলেন, ‘‘মুকুল রায় কত বড় নেতা? উনি তো কখনও ভোটেই জেতেননি৷ কৃষ্ণনগর উত্তরে লোকসভাতেই বিজেপি’র ৫০ হাজার লিড ছিল৷ এই কেন্দ্রে মুরলীধর সেন লেনের অফিসে কোনও সহায়ককে দাঁড় করালেও জিতে যেত৷’’  তোপ দেগে শুভেন্দু আরও বলেন, ‘‘ওঁকে সিনিয়র লিডারের মর্যাদা দেওয়া হয়েছিল৷ উনি ছেলের ব্যবসা বাঁচাতে তৃণমূলে চলে গেলে আপনাদের কী?’’ এদিন চণ্ডীপুরের সভার পরতে পরতে ছিল হারের সমালোচনা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =