মন্দারমণি: দিঘা, মন্দারমণি প্রশাসনের তরফে আগেই কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিল৷ সেই নির্দেশ উড়িয়ে সমুদ্রে ঘুরতে এসে শ্রীঘরে ঠাঁয় হল দুই পর্যটকের৷ পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী মন্দারমণির ঘটনা৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন নদীয়া জেলার দেবাংশু সর্দার ও পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার বাসিন্দা সম্রাট লাহিড়ি। রবিবার ধৃতদের কাঁথি আদালতে তোলা হয়। বিচারক তাদের শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সৈকত নগরী বেড়াতে এলে করোনা বিধি মানতে হবে। সফরের আগের দু’দিনের মধ্যে করোনা নেগেটিভ রির্পোট লাগবে। করোনার দুটো ডোজ নেওয়া হয়েছে, পুলিশকে দেখাতে হবে সেই সার্টিফিকেটও৷ নির্দেশ মোতাবেক এদিন মন্দারমণিতে অভিযান চালায় পুলিশ। তখনই ওই দুই পর্যটক পড়েন মহা বিপদে৷ তাঁদের কাছে ছিল না কোনও নথি৷
অভিযোগ, করোনার টিকা নেওয়ার কোনও নথি তো দেখাতে পারেনইনি উলটে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই দুই পর্যটক। এরপর পুলিশ অভিযুক্ত দুই পর্যটককে গ্রেফতার করে। মন্দারমণি উপকুল থানার ওসি অভিজিৎ পাত্র বলেন, ‘‘কোভিড সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তাই আগে থেকেই আমরা বিধিনিষেধের কথা ঘোষণা করেছি৷ অথছ ওই দুই পর্যটক সরকারি নিষেধ মানেননি৷ তাই তাঁদের গ্রেফতার করা হয়েছিল৷’’