তৃণমূলের ‘সম্মতি’, বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার

তৃণমূলের ‘সম্মতি’, বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার

কলকাতা: বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন চলাকালীন ব্যাপক হট্টগোল হয়। শাসক এবং বিরোধী বিধায়কদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বিধানসভায়। এই ঘটনায় উত্তাল হয় রাজ্য রাজনীতি। বিতর্ক পরে আরও বাড়ে কারণ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিজেপি বিধানসভার বাদল অধিবেশন বয়কট করে এবং সাসপেনশন প্রত্যাহারের জন্য বিক্ষোভ দেখায়। এমনকি বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টেও যান বিজেপি বিধায়করা। অবশেষে বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার হয়ে গেল এদিন।

আরও পড়ুন- জ্বালানির দাম বাড়তেই বাজারে আগুন, কত বাড়ল চাল-তেলের দাম?

সাসপেন্ড হওয়ার প্রতিবাদে বেশ কয়েক দিন ধরেই প্রতিবাদে বসেছিল বিজেপি বিধায়করা। তবে আজ সেই সাসপেনশন প্রত্যাহার করে নেওয়া হল। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে সাসপেনশন তোলার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর যুক্তি ছিল, বিজেপির দেওয়া প্রস্তাবে ভুল ছিল। কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছিল গেরুয়া শিবির। কিন্তু এখন তাদের সেই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। উল্লেখ করতে হয়, এই ইস্যুতে কলকাতা হাইকোর্ট সরাসরি হস্তক্ষেপ করতে চায়নি। আদালতের বক্তব্য ছিল, বিধানসভার রীতি মেনে এই ইস্যুর মিটমাট হোক। আপাতত তাই হল।

বিধানসভায় বেনজির সংঘাতের জেরে সাসপেন্ড হওয়ার জেরে দৈনিক ভাতার টাকাও পাচ্ছিলেন না বিজেপি বিধায়করা। পাশাপাশি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বিধানসভায় যে চেম্বার পান, সেখানেও যেতে পারছিলেন না তিনি। যেতে পারছিলেন না বিধানসভার লবিতেও৷ কিন্তু এখন এই সাসপেনশন উঠে যাওয়ায় আর কোনও বাধা রইল না।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =