নয়াদিল্লি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট৷ একই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট৷ কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার৷ প্রসঙ্গত, এর আগে গত ১৩ ডিসেম্বর কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছিল সুপ্রিম কোর্ট৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে ফের শীর্ষ আদালয়ে যায় রাজ্য৷ সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে।
আরও পড়ুন- ক্ষুধার্তদের খিদের জ্বালা মেটাতে হাজির ‘খুশির ঝুড়ি’
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানিকতলা, কাঁথি, তমলুক, পাঁশকুড়া-সহ রাজ্যের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। শুভেন্দুর দেহরক্ষীর রহস্যমৃত্যু, তমলুকের পুলিশ সুপারকে হুমকি, চাকরি দেওয়ার নামে প্রতারণা-সহ মোট পাঁচটি মামলা রয়েছে নন্দীগ্রামের বিধায়কের বিরুদ্ধে। এর মধ্যে দু’টি মামলা ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছে। বাকি তিনটি মামলায় শুভেন্দুর গ্রেফতারিতে রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। শুভেন্দুর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দেয় আদালত৷ এমনকী নতুন এফআইআর দায়ের হলেও তাঁকে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়৷ উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য সরকার। কিন্তু স্পেশাল লিভ পিটিশনের ভিত্তিতে হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। এর পর সুপ্রিম কোর্টে লেটার পেটেন্ট আপিল করে রাজ্য।
এদিন রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানায়, ২০২১ সালের ১৩ ডিসেম্বর শীর্ষ আদালত ওই মামলায় যে নির্দেশ দিয়েছিল, সব পক্ষকেই তা মানতে হবে। তবে দ্রুত শুনানির জন্য রাজ্য হাইকোর্টে হলফনামা জমা দিতে পারে বলেও জানিয়েছেন তাঁরা।