Aajbikel

শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা! বিরোধী দলনেতার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন অখিল-পুত্রের

 | 
শুভেন্দু

কলকাতা: এবার রাজ্যের বিরোধী দলনেতা   শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকি দিলেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি। সম্প্রতি রামনগরে একটি জনসভায় অংশ নিয়েছিলেন শুভেন্দু। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মূকে নিয়ে অখিলের মন্তব্যের সমালোচনার পাশাপাশি এক হাত নেন মন্ত্রীপুত্র সুপ্রকাশকেও৷ সেই প্রেক্ষিতেই শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে জানালেন সুপ্রকাশ। 

আরও পড়ুন- লাগবে আরও বেশি খাবার, লোক দিতে হবে ড্রাম থেকে জল তুলে গায়ে ঢালার! বায়না পার্থর

অখিল গিরির বিধানসভা কেন্দ্র রামনগরে গত সপ্তাহেই জনসভা করেন শুভেন্দু। রাষ্ট্রপতিকে নিয়ে অখিলের করা মন্তব্যের তীব্র সমালোচনার পর সুপ্রকাশের বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি। এমনকি প্রকাশ্য জনসভায় তাঁর দাবি, সুপ্রকাশ ‘নন গ্র্যাজুয়েট’৷  এর জবাবে পাল্টা সুপ্রকাশ বলেন, ‘‘শুভেন্দু অধিকারী আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। উনি নিজে বাস্তবে কী ভাবে কলেজ পাশ করেছেন, তা আমাদের সকলেরই জানা আছে।’’  সুপ্রকাশ শুভেন্দুকে ভুল প্রমাণ করে জানান, তিনি কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক পাশ করেছেন৷ 


মন্ত্রী অখিল গিরিকে বরখাস্ত করার দাবি জানিয়ে সোমবার শুভেন্দুর নেতৃত্বে বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। কিন্তু সেই প্রস্তাব খারিজ হওয়ার পরই বিধানসভা থেকে ওয়াকআউটও করেন বিজেপি বিধায়করা। এর কয়েক ঘণ্টার মধ্যেই শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথা ঘোষণা করেন সুপ্রকাশ৷  
 

Around The Web

Trending News

You May like