কলকাতা: বেশ কিছু দিন হল সক্রিয় আন্দোলনে আর চোখে পড়ছে না শুভেন্দু অধিকারীর মুখ৷ বরং তাঁকে অনেক বেশি দেখা যাচ্ছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে৷ তবে কি তিনি এখন শুধুই তৃণমূলের পোস্টার বয়? এক সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নেমে বহু আন্দোলন করেছেন শুভেন্দুবাবু৷ তবে এখন আর সে ছবি চোখে পড়ে না৷
আরও পড়ুন- দু’মুঠো খাবার পেল পথশিশুরা, আজ বিকেল-থিয়েটার ফোরামের একটি উদ্যোগ
এক সময় এই শুভেন্দু অধিকারী ছিলেন নন্দীগ্রামের মুক্তিসূর্য৷ তবে তিনি এখন শুধু আর নন্দীগ্রামের মুক্তিসূর্য নন৷ তিনি জঙ্গলমহলেরও মুক্তিসূর্য হয়ে উঠেছেন। যেদিকেই চোখ যায়, জঙ্গলমহল জুড়ে শুধুই শুভেন্দু অধিকারীর পোস্টার৷ জানা গিয়েছে, গোটা ঝাড়গ্রাম শহর শুভেন্দু অধিকারীর পোস্টার-ব্যানারে ভরিয়ে ফেলেছেন তাঁর অনুগামীরা৷ সেখানে বড় বড় হরফে লেখা রয়েছে ‘জঙ্গলমহলের মুক্তিসূর্য’৷ তবে কি এই জঙ্গলমহলকে কেন্দ্র করেই আরও বেশি করে দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছে তাঁর? তৃণমূলে থাকলেও তাঁর সঙ্গে দলের যে দূরত্ব তৈরি হয়েছে, তা আর কারও অজানা নয়৷ তার উপর জঙ্গলমহল জুড়ে শুধুই শুভেন্দুর জয়জয়কারে কোন বার্তা পৌঁছচ্ছে মুখ্যমন্ত্রীর দরবারে? কারণ শুভেন্দুময় জঙ্গলমহলের ছবি দেখে তৃণমূলের চক্ষু চড়কগাছ৷
দীর্ঘদিন ধরেই দলহীন জনসংযোগ চালাচ্ছেন শুভেন্দুপন্থীরা৷ পুজোর শুভেচ্ছা বার্তাতেও একক ভাবেই বার্তা দিয়েছেন তিনি৷ ফি বছর যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি–সহ শারদোৎসবের সরকারি ও দলীয় শুভেচ্ছাবার্তা দেওয়া হয়, সেখানে এবার শুধুই শুভেন্দু অধিকারীর ছবি৷ কিন্তু কেন একা শুভেন্দুবাবু? তাঁর অনুগামীদের জবাব, আমাদের দাদা সত্যিকারের জননেতা৷ এটা পরীক্ষিত সত্য৷ তিনি জঙ্গলমহলেরই একজন৷ তাই এই ভাবে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- মানুষের কাজ করতে কোনও পদ লাগে না! বিজয়া বার্তায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর
অন্যদিকে, শারদ শুভেচ্ছা জানাতে একাধিক তোরণ বানিয়েছিল নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু বোধনের পরের দিনই দেখা দেখা গেল তোরণের বাকি অংশ ঠিকঠাক থাকলেও শুধুমাত্র শুভেন্দু অধিকারীর একাধিক ছবি ছিঁড়ে ফেলা হয়েছে৷ কে এই ছবি ছিঁড়ল? প্রশ্ন উঠতেই ব্লকের তরফে সাফাই, এই সব বিরোধীদের কারসাজি৷ তবে এই অভিযোগ উড়িয়ে বিরোধীদের পাল্টা দাবি, এটা আসলে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের প্রতিফলন৷
সম্প্রতি তৃণমূলের নতুন রাজ্য কমিটিতে এককভাবে কোনও দায়িত্ব পাননি শুভেন্দু অধিকারী। যার জেরে সম্পর্কের ফাটল আরও চওড়া হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদে ব্লক টিএমসিপি মৌন মিছিলের আয়োজন করেছে বলে সূত্রের খবর৷ বৃহস্পতিবার বেলদাতে মিছিল করে ঘটনার প্রতিবাদ জানাবে তারা।