বাংলা নিয়ে অপপ্রচার চালাচ্ছে BJP, মানছে না গণতান্ত্রিক ব্যবস্থা, দাবি সুখেন্দু শেখরের

বাংলা নিয়ে অপপ্রচার চালাচ্ছে BJP, মানছে না গণতান্ত্রিক ব্যবস্থা, দাবি সুখেন্দু শেখরের

কলকাতা:  নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ কথা রেখে বৃহস্পতিবার কৃষক বন্ধু প্রকল্প উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই প্রকল্পে প্রত্যেক কৃষক বছরে ১০ হাজার টাকা পাবেন৷ এই ধরনের প্রকল্প ভারতে অতুলনীয় বলে উল্লেখ করলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি জানান, কেন্দ্রীয় সরকার বা অন্য কোনও রাজ্য সরকার এই ধরনের উদ্যোগ নিতে পারেনি৷  রাজ্য সরকারের ভূয়সী প্রশংসার পাশাপাশি তিনি একহাত নিলেন বিজেপি’কে৷

আরও পড়ুন- ৪৮ ঘণ্টা লাগাতার বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কলকাতায় জারি হলুদ সতর্কতা

এদিন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি’র বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ভোটে হারার পর বাংলার বদনাম করতে চাইছে গেরুয়া শিবির৷ এখনও বহু মানুষ ঘর ছাড়া বলে দাবি করা হচ্ছে৷ অথচ বিজেপি’র দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছেন আমাদের দলের নেতারাই৷ কোভিড আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে এক মাসের চাল-ডাল পৌঁছে দিয়ে এসেছেন দলীয় নেতা৷ তাঁর কথায়,আসলে  ২০০-র বেশি আসনে জেতার কথা বলেছিলেন তাঁরা৷ কিন্তু সেটা না হওয়ায় ঘুরপথে বাংলার মানুষকে, বাংলাকে বদনাম করতে চাইছে বিজেপি নেতৃত্ব৷ বাংলায় কোনও হিংসা নেই বলেই দাবি তাঁর৷ প্রসঙ্গত, গতকাল একই কথা শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রীর গলায়৷

সুখেন্দুবাবু আরও বলেন, দলত্যাগ বিরোধী আইন নিয়েও অনেক কথা বলা হচ্ছে৷ যাঁরা অন্যদল থেকে আমাদের দলে যোগ দিয়েছেন তাঁদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি৷ তাঁরা স্বেচ্ছায় এসেছেন৷ কিন্তু বিজেপি কর্ণাটক, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যে পরাজয়ের পরেও  অন্যদলের বিধায়কদের টাকা দিয়ে কিনেছে৷ তাঁধের প্রস্তাবে রাজি না হওয়ায় রিসর্টে নিয়ে আটকে রেখেছে৷ কোথাও আবার মাঝরাতে শপথ গ্রহণ করানো হয়েছে৷ তিনি বলেন, গণতন্ত্রিক ব্যবস্থা মানছে না বিজেপি৷ খারাপ দৃষ্টান্ত তৈরি করা হয়েছে৷ 

আরও পড়ুন- পিছিয়ে গেল নন্দীগ্রাম মামলার শুনানি! অপেক্ষার এক সপ্তাহ

অন্যদিকে কাঁথি থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷ অভিযোগ, যশে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রিপল আনা হয়েছিল, তাঁদের নির্দেশেই তা চুরি করা হয়েছে৷ শুভেন্দু অধিকারীর নিরাপত্তায় নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সহায়তায় এই ত্রাণ সামগ্রী লুঠ করা হয়েছে৷ এই ঘটনায় তদন্ত চলছে বলেও জানা সুখেন্দুবাবু৷   লুঠ হওয়া ত্রিপলের দাম ১ লক্ষ টাকারও বেশি৷

    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =