কলকাতা: মেয়াদ ফুরনোর আগেই রাজ্য সভাপতির পদ খুইয়েছেন দিলীপ ঘোষ৷ রাজ্য বিজেপি সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সর্বভারতীয় সহ সভাপতির পদে৷ এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বক্তব্য, ‘দিলীপ ঘোষকে বলির পাঁঠা করা হল৷’
আরও পড়ুন- ‘তৃণমূল বলছে খেলা হবে, অপেক্ষা করুন, দুই পক্ষের খেলা হবে’, তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন সভাপতির
তিনি বলেন, “দিলীপ ঘোষকে সরানো হয়েছে সেটা ওদের দলের ব্যাপার। কিন্তু যাঁরা বুক ফুলিয়ে সারা বাংলা মাতিয়ে, আকাশ বাতাস কাঁপিয়ে বলেছিলেন ২০০-র বেশি আসন পাবেন, যাঁরা বলেছিলেন ৩ তারিখ রাজভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইস্তফা দিতে হবে, তাঁরা এখন নিরব কেন? যাবতীয় ব্যর্থতার জন্য দিলীপ ঘোষকে বলির পাঁঠা করা হল।’’ খোঁচা দিয়ে সুখেন্দুশেখর বাবু আরও বলেন, ‘‘উনি গরু নিয়ে থাকলেই ভালো করতেন৷ এসবের মধ্যে কেন গেলেন?’’
আরও পড়ুন- ‘ব্র্যান্ড’ দিলীপের ব্যাপক প্রশংসা, বঙ্গভঙ্গ ইস্যুতেও মুখ খুললেন সুকান্ত
এদিকে দলের তরফে বলা হচ্ছে, উত্তরে সুকান্ত ও দক্ষিণে সংগঠনকে আরও শক্তিশালী করবেন শুভেন্দু অধিকারী৷ এ প্রসঙ্গে সুখেন্দুশেখর বাবু বলেন, ওরা কাকে কোথা থেকে আনবে ওদের ব্যাপার। সারা ভারত থেকে অনেককে এনেও কী ফল হল, তা সবাই দেখেছে। আবার আনুক৷ তৃণমূল আগেই বলেছে খেলা হবে৷ হোক খেলা৷ সর্বত্র খেলা হবে৷ কিন্তু প্রশ্ন হল নতুন সভাপতি এসে কি দলের ভাঙন রুখতে পারবেন? এ প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে তুলে ধরেন তৃণমূল সাংসদ বলেন, সবেতো শুরু৷ তিনি বলেন, বহু রথিমহারথি আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন৷ যথা সময়ে সব কিছু জানা যাবে৷