‘তৃণমূল বলছে খেলা হবে, অপেক্ষা করুন, দুই পক্ষের খেলা হবে’, তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন সভাপতির

‘তৃণমূল বলছে খেলা হবে, অপেক্ষা করুন, দুই পক্ষের খেলা হবে’, তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন সভাপতির

কলকাতা:  বিধানসভা ভোটের আগে তৃণমূলের ধারালো স্লোগান ছিল ‘খেলা হবে’৷ যে স্লোগান ভোটের উত্তাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছিল৷ ভোটে জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এই স্লোগানকে স্মরনীয় করে রাখতে ‘খেলা হবে’ দিবস চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের সেই স্লোগান তুলেই এবার তাৎপর্যপূর্ণর ইঙ্গিত দিলেন বিজেপি’র নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ 

আরও পড়ুন- বৃষ্টির জল ভেঙে ছুটছে ট্রেন, বিপর্যস্ত পরিষেবা! জমা জলে ছাত্রের মৃত্যু

এদিন দিলীপ ঘোষকে পাশে বসিয়েই সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন সুকান্ত মজুমদার৷ এক প্রশ্নের উত্তকে তিনি বলেন, ‘‘তৃণমূল ‘খেলা’ হবে স্লোগান দিয়েছে। খেলা কোনও দিন একপক্ষের হয় না৷ দু’পক্ষ নিয়ে খেলা হয়৷ অপেক্ষা করুন৷ সময় এলেই খেলা হবে৷’’ সেই সঙ্গে তৃণমূল সরকারকে ফ্যাসিবাদী সরকার বলেও তোপ দাগেন তিনি৷ তাঁর কথায়, এ রাজ্যে তালিবানিকরণ চলছে৷ 

আরও পড়ুন- এবার সুনীল, অশোক ও অরিন্দমের কেন্দ্রীয় নিরাপত্তায় কোপ, চিঠি এল নবান্নে

পাশাপাশি এদিন দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করেন সুকান্তবাবু৷ তিনি বলেন, উনি পশ্চিমবঙ্গের সফলতম সভাপতি৷ ‘ব্র্যান্ড দিলীপ ঘোষ’, দিলীপ ঘোষকেই মানায়৷ ভারতীয় জনতা পার্টিকে যে জায়গা থেকে তিনি পেয়েছিলেন আর যেখানে পৌঁছে দিয়েছেন, তার জন্য দিলীপ দা’র অবদান ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ দিলীপ ঘোষ কী বলবেন, তা শোনার জন্য অন্যান্য প্রদেশের মন্ত্রীরাও টিভি দেখেন৷ সুকান্তবাবু জানান, এতদিন যে ভাবে দিলীপ ঘোষ চায়ে পে চর্চা করেছেন, আগামী দিনেও তা করবেন৷ আমি রাজ্যসভাপতি৷ কিন্তু নেতৃত্ব সকলের আছে৷ তাঁর কথায়, ‘টিম গেম হবে, ইন্ডিভিজুয়াল গেমের কোনও জায়গা নেই৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =