দুর্গাপুজোয় হামলা, লক্ষ্মীপুজোয় প্রতিবাদ অপর্ণার, কটাক্ষ BJP সভাপতির

দুর্গাপুজোয় হামলা, লক্ষ্মীপুজোয় প্রতিবাদ অপর্ণার, কটাক্ষ BJP সভাপতির

কলকাতা:  কুমিল্লার ঘটনায় প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত৷ দুর্গাপুজোর অষ্টমীতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মণ্ডপে মণ্ডপে হামলা চালানো হয়৷ আক্রান্ত হন সংখ্যালঘুরা৷ এর প্রায় এক সপ্তাহ পর লক্ষ্মীপুজোর দিন বাংলাদেশে দুর্গা পুজোয় দুষ্কৃতীদের তাণ্ডব ও সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানালেন বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেন৷ টুইট করে প্রতিবাদ করেন তিনি৷ যে কোনও জায়গায় যে কোনও ধরনের অন্যায় মেনে নেওয়া হবে না বলে ক্ষোভ উগড়ে দেন তিনি৷  বিলম্ব প্রতিক্রিয়ায় কটাক্ষ করল বিজেপি৷

আরও পড়ুন- CAA নিয়ে রাষ্ট্রপুঞ্জে যাওয়ার কথা বলেন, বাংলাদেশ নিয়ে চুপ কেন? মমতাকে তোপ সুকান্তর

এদিন অর্পণা সেন টুইট করে বলেন, ‘দুর্গা পুজোয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর যে অবিচার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷ কোথাও কোনও রকম অত্যাচার মেনে নেওয়া  হবে না৷’’ তিনি আরও বলেন, “পুজোর সময় বাংলাদেশে হিন্দুদের প্রতি যে হিংসা চলছে, আমি সর্বান্তকরণে সেই ঘটনাকে ধিক্কার জানাই। এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হচ্ছি। সংখ্যালঘুদের রক্ষা করার দায়িত্ব সংখ্যাগুরুদের হাতে। এটা সারা বিশ্বেই প্রযোজ্য৷ হিংসা কোনও পথ নয়। আমি সর্ব ধর্ম সমন্বয়ে বিশ্বাস করি। কোনও ভাবেই সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের অত্যাচার সমর্থন করা যায় না৷”

আরও পড়ুন- ‘শুধু যেন দেখনদারি না হয়’, মহিলাদের ৪০% টিকিট দেওয়া নিয়ে কংগ্রেসকে খোঁচা তৃণমূলের

এদিকে, এতদিন পর প্রতিবাদে সোচ্চার হওয়ায় অপর্ণাকে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি৷ এদিন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আশা করেছিলাম ওঁর মতো আরও অনেকেই এই ঘটনার নিন্দা করবেন৷ একটু আগে সাড়া মিললে ভালো হত৷ বাংলায় একটি প্রচলিত কথা রয়েছে ১৮ মাসে বছর৷ কারণ বেশ কয়েকটা দিন হয়ে গেল৷ বাংলা শিক্ষা, সংস্কতি, বুদ্ধিজীবীদের জন্য পরিচিত৷ স্বাভাবিক ভাবেই তাঁদের কাছে আমরা সংবেদনশীল প্রতিক্রিয়া আশা করি৷ ওঁর এই বিবৃতিকে আমি স্বাগত জানাই৷ কিন্তু একটু এই প্রতিক্রিয়াটা হলে কষ্টটা কম হত৷’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =