‘গরুর দুধে সোনা আছে’, দিলীপের পাশেই থাকলেন সুকান্ত

‘গরুর দুধে সোনা আছে’, দিলীপের পাশেই থাকলেন সুকান্ত

কলকাতা: দিলীপ ঘোষ বিজেপি রাজ্য সভাপতি থাকাকালীন অনেক বিতর্কিত এবং কৌতূহলউদ্দিপক মন্তব্য করেছিলেন। তাদের মধ্যে অন্যতম মন্তব্য যেটি আলোচনার মধ্যে ছিল তা হল, ‘গরুর দুধে সোনা আছে’। দিলীপের এই মন্তব্যের পর ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় রাজ্যে। বিরোধীদের কটাক্ষ তো ছিলই, সঙ্গে ছিল নেটাগরিকদের ঠাট্টা, মিমের বন্যা, আরও কত কী। কিন্তু এখন তিনি আর রাজ্য সভাপতি নেই। তবে যিনি নতুন রাজ্য সভাপতি হয়েছেন, সেই সুকান্ত মজুমদার এই মন্তব্যের সমর্থন করলেন। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশেই দাঁড়ালেন। 

আরও পড়ুন- বড় ধাক্কা কংগ্রেসে! জল্পনা উস্কে দল ছাড়লেন ৫ বারের বিধায়ক মইনুল হক

সুকান্তের বক্তব্য, খাবার আইরন বা লোহা থাকে, সবাই জানে। কিন্তু সেই খাবারের লোহা দিয়ে টিএমটি বার বানিয়ে কেউ বাড়ি বানায় না। ঠিক তেমনই, সোনা পাওয়া যায় মানে গয়না বানানো যায়, এমন নয়। সোনার মিলিকিউল লেভের কথা বলেছিলেন দিলীপ ঘোষ। এমনটাই জানান তিনি। সুকান্তের দাবি, বিরোধীরা দিলীপ ঘোষের বক্তব্য অতিরঞ্জিত করেছে। এসব জিনিস বিজ্ঞানের ছাত্র না হলে বোঝা মুশকিল বলে জানাচ্ছেন নবনিযুক্ত রাজ্য সভাপতি। উল্লেখ্য, দিলীপ ঘোষের বক্তব্য ছিল, গরুর দুধে সোনার ভাগ থাকায় হলুদ রং হয়। দেশি গরুর কুঁজে থাকে স্বর্ণনাড়ি। যা নিয়ে রীতিমত বাংলায় হইহই শুরু হয়ে যায়। 

আরও পড়ুন- সুচ বিঁধিয়ে শিশুকন্যা খুন! অভিযুক্তদের ফাঁসির সাজা

এদিকে আজ সাংবাদিক বৈঠক করে বিজেপির নতুন রাজ্য সভাপতি ভূয়সী প্রশংসা করেন তাঁর প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। বলেন, ব্র্যান্ড দিলীপ ঘোষ, দিলীপ ঘোষকেই মানায়। দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গের সফলতম রাজ্য সভাপতি। বাংলায় ভারতীয় জনতা পার্টিকে তিনি যে জায়গা থেকে পেয়েছিলেন, সেই জায়গা থেকে আজ এখানে নিয়ে এসেছেন। তাই ভারতীয় জনতা পার্টিতে দিলীপ ঘোষের অবদান বাংলায় শুধু নয় সর্বভারতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিন নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সংবর্ধনা দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য-প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =