সুচ বিঁধিয়ে শিশুকন্যা খুন! অভিযুক্তদের ফাঁসির সাজা

সুচ বিঁধিয়ে শিশুকন্যা খুন! অভিযুক্তদের ফাঁসির সাজা

পুরুলিয়া: প্রেমের মাঝে বাধা হয়ে যাচ্ছিল সে। তাই তাকে সরাতে হত দুনিয়া থেকে। এই কারণেই দিনের পর দিন এক সাড়ে তিন বছরের শিশুকন্যাকে সুচ ফুটিয়ে হত্যা করে মা এবং তার ‘প্রেমিক’! সেই হত্যাকাণ্ডের ঘটনায় এবার ফাঁসির সাজা শোনান হল। শিশুটির মা মঙ্গলা গোস্বামী এবং তার ‘প্রেমিক’ সনাতন গোস্বামী ঠাকুরকে আদালত ফাঁসির নির্দেশ দিয়েছে আজ। শনিবারই পুরুলিয়ার একটি দ্রুত নিষ্পত্তি আদালত দু’জনকে দোষী সাব্যস্ত করে। আজ হল রায়দান। 

আরও পড়ুন- ‘ব্র্যান্ড’ দিলীপের ব্যাপক প্রশংসা, বঙ্গভঙ্গ ইস্যুতেও মুখ খুললেন সুকান্ত

২০১৭ সালে জ্বর, সর্দি-কাশির উপসর্গ নিয়ে সাড়ে তিন বছরের ওই কন্যা সন্তান পুরুলিয়ার সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। নিজের মেয়েকে ভর্তি করেছিল মঙ্গলা। পড়ে ওই শিশুকন্যার চিকিৎসার সময় দেখা যায় যে তার শরীরে একাধিক আঘাত রয়েছে। এমনকি যৌনাঙ্গেও আঘাত ছিল। পরে এক্সরে করে জানা যায়, শিশুটির শরীর প্রায় ৭টি সুচ ঢোকানো হয়েছে। কীভাবে এই সুচ ঢোকান হল তা তখন জানতে পারা যায়নি। শিশুটির মা মঙ্গলাও এই ব্যাপারে তখন কিছু জানায়নি। যদিও পড়ে জানা যায়, সনাতন তার মেয়ের ওপর অত্যাচার করেছে। সে তার বাড়ির পরিচারিকা। 

আরও পড়ুন- ‘তৃণমূল বলছে খেলা হবে, অপেক্ষা করুন, দুই পক্ষের খেলা হবে’, তাৎপর্যপূর্ণ মন্তব্য নতুন সভাপতির

পরে কলকাতার এসএসকেএম-এ এনে শিশুটির অস্ত্রোপচার করে বুক, পেট থেকে সুচগুলি বার করা হলেও বাঁচানো যায়নি তাকে। কয়েক দিন পরেই সে মারা যায়। এই ঘটনায় সনাতনকে সহায়তা করার অভিযোগে মঙ্গলাকেও গ্রেফতার করা হয়। তবে সেই সময় সনাতন পালিয়ে গিয়েছিল। পরে উত্তরপ্রদেশের শোনভদ্র জেলার রেণুকোট থেকে পুলিশ তাকে পাকড়াও করে। জেরার পর জানা যায় যে, বিপত্নীক সনাতন মঙ্গলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তার নিজের দুই ছেলে ও পুত্রবধূরা অন্যত্র থাকত। তবে তাদের সম্পর্ক এগোতে পারছিল না ওই মঙ্গলার কন্যার জন্যই। তাই ওই শিশু কন্যাকে প্রাণে মারার ছক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =