আবার ফাঁস! পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের ‘ইংরেজি প্রশ্নপত্র’ সমাজমাধ্যমে পোস্ট সুকান্তর

আবার ফাঁস! পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের ‘ইংরেজি প্রশ্নপত্র’ সমাজমাধ্যমে পোস্ট সুকান্তর

কলকাতা: বিগত কয়েক বছরে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একাধিক অভিযোগ উঠে এসেছে। চলতি বছরও তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার শুরু হয়েছে এ বছরের পরীক্ষা, আর তার দ্বিতীয় দিনেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে গেল। এদিন এই অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুধু তাই নয়, নিজেই সমাজমাধ্যমে মাধ্যমিকের ‘ইংরেজি প্রশ্নপত্র’ পোস্ট করেন তিনি। এই ঘটনা ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে। 

আরও পড়ুন- ২১ ফেব্রুয়ারির প্রতিবাদ কর্মসূচির পর ‘ভাষা বাঁচাও কনভেনশন’, সিদ্ধান্ত নিল সংগঠন

বিজেপি নেতা সুকান্ত জানিয়েছেন, পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর কাছে এদিনের পরীক্ষার প্রশ্নপত্র চলে আসে! তাঁর কথায়, আজ দুপুর ১২টা ৪৮ মিনিটে হোয়াটসঅ্যাপে এই প্রশ্নপত্র এসে যায় তাঁর কাছে। ফলে এটি যে প্রশ্নপত্র ফাঁস, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই মন্তব্য করেছেন তিনি। নিজের টুইটারে সেই ‘প্রশ্নপত্র’-এর ৩ পাতার ছবি দিয়ে তিনি লেখেন, ”আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা। সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এ বারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে।” জানা গিয়েছে, পরীক্ষার পর কয়েকজন পড়ুয়া সেই প্রশ্নপত্র দেখে জানিয়েছেন, এটি এ বারের ১৬ পাতার ইংরেজি প্রশ্নপত্রেরই ৩টি পাতা।

স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে এখন হইচই সৃষ্টি হয়েছে। প্রথম যে প্রশ্ন উঠেছে তা হল, তাঁর কাছে এই প্রশ্নপত্রের ছবি এল কোথা থেকে। ছবি দেখে মনে হচ্ছে কেউ মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে পাঠিয়েছে কাউকে। তাই যদি হয়, তাহলে পরীক্ষাকেন্দ্রের নজরদারি এড়িয়ে কী ভাবে কেউ এই কাজ করল তা জানতে চান সকলে। আবার একাংশের মতে, পরীক্ষা চলাকালীন সুকান্ত মজুমদার ‘প্রশ্নপত্রের’ একাংশ সামনে এনে বিধিভঙ্গ করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =