Aajbikel

২১ ফেব্রুয়ারির প্রতিবাদ কর্মসূচির পর 'ভাষা বাঁচাও কনভেনশন', সিদ্ধান্ত নিল সংগঠন

 | 
বাংলা

কলকাতা: শিক্ষার সর্বস্তরে হিন্দি ভাষাকে আবশ্যিক করা, সেই সঙ্গে মাতৃভাষা ও ইংরেজির গুরুত্ব হ্রাস করার প্রয়াস নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই অভিযোগ তুলেই তার বিরুদ্ধে প্রতিবাদ করে 'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি'। গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার সদর শহর সহ মোট ৪৫টি স্থানে অবস্থান, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় তাদের পক্ষ থেকে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল সংগঠনের তরফ থেকে।

আরও পড়ুন- মাধ্যমিকে অঙ্কে ভয়? পরীক্ষার খাতায় কী ভাবে উত্তর লিখতে হবে? পুরো নম্বর পাওয়ার কৌশলই বা কী?

'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি'র সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক বিবৃতিতে জানান, হিন্দিকে একমাত্র সরকারি ভাষা ও শিক্ষার মাধ‍্যম হিসেবে চালু করা ও ইংরাজি ভাষার গুরুত্ব হ্রাস করার প্রতিবাদে এবং প্রতিটি ভাষাভাষী মানুষের মাতৃভাষার বিকাশের দাবিতে তারা 'সারা বাংলা ভাষা বাঁচাও কনভেনশন' করতে চলেছেন। আগামী ১১ মার্চ মৌলালি যুব কেন্দ্রে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিশ্বজিৎ মিত্র আরও জানান, কেন্দ্রীয় সরকারের বিভেদকামী ভাষানীতির বিরুদ্ধে ভাষাতত্ত্ববিদ ও শিক্ষাবিদদের নিয়েই এই কনভেনশন অনুষ্ঠিত করবেন তারা। 

এই 'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি' আগেই দাবি করেছে যে, শিক্ষার সর্বস্তরে হিন্দি ভাষাকে আবশ্যিক করা এবং মাতৃভাষা ও ইংরেজির গুরুত্ব হ্রাস করে কেন্দ্রীয় সরকার প্রকৃতপক্ষে শিক্ষা সঙ্কোচন ও 'এক দেশ এক ভাষা' নীতি কার্যকর করতে চাইছে। এর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ গড়ে তোলা একান্ত প্রয়োজন। এখন থেকে যদি প্রতিবাদ না করা হয় তাহলে অদূর ভবিষ্যতে এ দেশে বিজ্ঞানমুখী, ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা আরও বিপন্ন হবে।

Around The Web

Trending News

You May like