কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক পরিস্থিতি বেশ জানান দিচ্ছে নির্বাচনী উত্তাপ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত বাদানুবাদে জড়াচ্ছেন শাসক ও বিরোধী শিবিরের নেতা কর্মীরা। এমনকি অনেকক্ষেত্রেই প্রতিপক্ষের দিকে ধেয়ে আসছে বেলাগাম মন্তব্যও। এদিন আরো একবার সেই রাজনৈতিক উত্তাপের সাক্ষী থাকল হুগলি।
আরও পড়ুন- ভোটের আগে বাংলায় ৬ হাজার কোটি বরাদ্দ করল ভারতীয় রেল, ট্যুইট রেলমন্ত্রীর
বিজেপি নেতা সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল দিন কয়েক আগে যোগ দিয়েছিলেন তৃণমূলে। স্বামীর বিরুদ্ধে গিয়ে রাজনৈতিক এই রংবদল নিয়ে কম জলঘোলা হয় নি বিভিন্ন মহলে। এবার দলীয় জনসভা থেকে সদ্য তৃণমূলে যোগ দেওয়া এই নেত্রীই ঝাঁঝালো আক্রমণ শানালেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রকে ‘ফুলকো লুচি’ বলে কটাক্ষ করলেন তিনি।
এদিন হুগলির গুড়াপে তৃণমূল কংগ্রেসের সভায় যোগ দিয়েছিলেন রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল। সেখান থেকেই বেহালার গেরুয়া নেতা তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক শোভন চট্টোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। রসিকতার ছলে কটাক্ষ করে বলেন, “একজন ফুলকো লুচি আছেন, কলকাতার প্রাক্তন মেয়র মিস্টার চট্টোপাধ্যায়। আর তাঁর ৬০ বছর বয়সে ভীমরতি হয়েছে বউ, বাচ্চা, সংসার, মন্ত্রিত্ব সব ফেলে অন্যের বউকে হরণ করে আনল।” শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক গঠনের জন্যেই যে এই কটাক্ষ তা বুঝতে অসুবিধা হয় না করোরই। সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে ওঠে হাসি আর হাততালির রোল।
আরও পড়ুন- গঠিত স্পেশাল টিম, কয়লা পাচার কাণ্ডে এবার তদন্তে নামছে CID
এদিন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুজাতা মন্ডলের আক্রমণের ভাষা ছিল চাঁচাছোলা। নারদা কাণ্ডে শোভন চট্টোপাধ্যায়ের জড়িত থাকার ঘটনার রেশ টেনেই তিনি বলেন, “নারদ ঘুষের টাকায় কেনা ভরি ভরি গয়না, দামি দামি শাড়ি পরে নির্লজ্জের মতো ঘুরে বেড়ান মিসেস ব্যানার্জী।” জনতার উদ্দেশ্যে “ঘর ভাঙানি জালি পার্টিকে” ভোট না দেওয়ার আহ্বানও জানিয়েছেন সুজাতা খাঁ। উল্লেখ্য, কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখালে স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠান সৌমিত্র খাঁ। কিন্তু তা গ্রহণ করতে অস্বীকার করেন ঘাসফুল নেত্রী।