গঠিত স্পেশাল টিম, কয়লা পাচার কাণ্ডে এবার তদন্তে নামছে CID

গঠিত স্পেশাল টিম, কয়লা পাচার কাণ্ডে এবার তদন্তে নামছে CID

 

কলকাতা: গরু বাজার থেকে শুরু করে কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়ে নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রাজ্যের একাধিক জায়গায় তদন্ত এবং তল্লাশি করেছে তারা, হয়েছে গ্রেফতারিও। তবে এবার কয়লা কেলেঙ্কারি তদন্তে নামছে সিআইডির বিশেষ দল, এদিন এক জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যমের বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে এই তথ্য দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ।

এ দিন কুণাল জানান, “সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, গতকাল হাইকোর্ট রায় দিয়েছে যে রেলের এলাকার বাইরে সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া অন্য জায়গায় কোন তল্লাশি বা কাজ করতে পারবে না। এদিকে ইসিএলেরর প্রায় ৩৩ টি অভিযোগ জমা ছিল কয়লা চুরি নিয়ে। তাই শেষ পাওয়া খবর, সিআইডি একটি বিশেষ টিম গঠন করেছে; রাজ্য সরকার এবার কয়লা কেলেঙ্কারির তদন্ত শুরু করবে। আগামীকাল আসানসোল এলাকায় সিআইডির স্পেশাল টিম রওনা দেবে। ইসিএল দপ্তরে গিয়ে তদন্ত শুরু হবে। যারা বেআইনি কয়লা পাচারে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না”। 

এদিকে এর আগে কয়লা ও গরু পাচার কাণ্ডে রাজ্য প্রশাসনের মোট ৬ জন অফিসারকে তলব করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এঁদের মধ্যে ছিলেন ৩ জন আইপিএস অফিসার এবং রাজ্য পুলিশের ৩ জন আধিকারিক। অন্যদিকে, কয়লা পাচারের জাল গোটাতে রাজ্যের প্রায় ৪৫ টি জায়গায় ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই৷ বেআইনি কয়লা পাচার কাণ্ডে বাংলা, ঝাড়খন্ড সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পশ্চিমবঙ্গের কলকাতা, বর্ধমান, পুরুলিয়ার মতো জায়গায় তল্লাশি অভিযান চালিয়েও লালার সন্ধান পায়নি সিবিআই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 13 =