আই প্যাক নিয়ে মুখ খুলে বিপাকে সৌগত রায়, সতর্ক করল দল

আই প্যাক নিয়ে মুখ খুলে বিপাকে সৌগত রায়, সতর্ক করল দল

নয়াদিল্লি: আই প্যাকের সমর্থনে মুখ খুলে বিপাকে তৃণমূল সাংসদ সৌগত রায়৷ বর্ষীয়ান নেতাকে সতর্ক করল দল৷ এই বিষয়ে তাঁকে মুখ খুলতে নিষেধ করা হয়েছে৷ তাঁকে সতর্ক করে দিয়েছেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- বিনা প্রতিদ্বন্দিতায় জয়, ভোট বাতিলের দাবিতে আদালতে যাচ্ছে বিজেপি

দিন কয়েক আগেই আই প্যাকের হয়ে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন সৌগত রায়৷ তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়ের পিছনে আই প্যাকের যথেষ্ট অবদান রয়েছে৷ আই প্যাকের সঙ্গে রাজ্যের শাসক দল সম্পর্ক বিচ্ছিন্ন করলে ক্ষতি না হলেও অসুবিধা তো নিশ্চই হবে৷ এই প্রেক্ষাপটে তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ষীয়ান সাংসদকে সতর্ক করেছেন বলে দলীয় সূত্রে খবর৷ নিজের ঘরে ডেকে সৌগত রায়কে গোটা বিষয়টা তিনি বুঝিয়েছেন৷ বলেছেন, এই বিষয়ে মুখ খোলা যাবে না৷

প্রসঙ্গত, আই প্যাকের সঙ্গে সম্পর্ক খাদের কিনারায় এসে ঠেকেছে৷ স্বয়ং তৃণমূল সুপ্রিমো প্রশান্ত কিশোরের মেসেজের জবাবে ‘থ্যাঙ্ক ইউ’ জানিয়ে দিয়েছেন৷ সেখানে দাঁড়িয়ে দলের একজন বর্ষীয়ান সাংসদ আই প্যাকের হয়ে মুখ খুলছেন কী ভাবে? শুধু আইপ্যাকের হয়ে কথা বলাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বকে প্রকাশ্যে সমর্থন করেছেন সৌগত রায়৷ এক ব্যক্তি এক পদ থেকে রাজনীতিবিদদের অবসরের বয়স নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে৷ সেই বিতর্কের আবহে সৌগত রায় অভিষেকের পাশে দাঁড়িয়েছেন৷ 

আই প্যাক প্রসঙ্গে সাক্ষাৎকারে সৌগত রায় বলেছিলেন, ‘আইপ্যাকের সঙ্গে কী চুক্তি ছিল আমি জানি না। সেই চুক্তি ভেঙে গেলে ক্ষতি না হলেও অসুবিধা তো হবেই। একুশের নির্বাচনে প্রার্থী বাছাই থেকে দলের জয়, প্রতিটি ক্ষেত্রে আই প্যাকের উল্লেখযোগ্য অবদান ছিল। আইপ্যাকের কাজ দেখেছি। খুব শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থা। ম্যানেজমেন্ট, আইআইটির গ্র্যাশজুয়েট ছেলেমেয়েরা কাজ করেছেন। অত্যন্ত যোগ্য সকলে। পাঁচ লক্ষ টাকা বেতন পাওয়ার যোগ্য। এঁরা রাজনীতিতে টাকা কামাতে আসেননি। সার্ভের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে মিশে অভিজ্ঞতা অর্জন করতে এসেছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =