কলকাতা: চার দিন আগেই গিরীশ পার্ক মেট্রো স্টেশনে এক মহিলা আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। সেই ঘটনার পর আজ শুক্রবার ফের একই ঘটনা ঘটল কালীঘাট মেট্রো স্টেশনে। এদিন সকালে এক ব্যক্তি মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার মৃত্যু হয়। এই ঘটনায় সকালে অনেকটা সময়ে বন্ধ ছিল মেট্রো চলাচল। প্রায় ৪৫ মিনিট পর আবার স্বাভাবিক হয় পরিষেবা।
আরও পড়ুন- ‘বিজেপি থেকে ঘরওয়াপাসি করা নেতারা সুবিধাভোগী-ধান্দাবাজ’! ফের বিস্ফোরক মনোরঞ্জন
জানা গিয়েছে, কালীঘাট স্টেশনে সকাল সাড়ে ১০ টা নাগাদ কবি সুভাষগামী মেট্রোর লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সেই কারণে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রো চলাচল। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে সকালের ব্যস্ত সময়ে ওই লাইনে প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল মেট্রো পরিষেবা। নিত্য যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হয়। দীর্ঘ ক্ষণ পর স্বাভাবিক হয় পরিষেবা। তবে কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন তা এখনও জানা যায়নি।
সোমবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে কবি সুভাষ যাওয়ার ট্রেনের সামনে ঝাঁপ দেন ৫৫ বছরের এক মহিলা। তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয়। আজকের ঘটনা নিয়ে গত পাঁচ দিনে দ্বিতীয় বার ঘটল মেট্রোয় আত্মহত্যার ঘটনা। উল্লেখ্য, মেট্রোয় আত্মহত্যার ঘটনা রুখতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলিতে বিদেশের মতো করে অটোমেটিক স্লাইডিং সিকিউরিটি ডোর করে দেওয়া হয়েছে।