কলকাতা: রাজনৈতিক মহলে বরাবরই ঠোঁটকাটা বলে পরিচিত তিনি৷ এর আগেও বহুবার বহু বিতর্কিত মন্তব্যে ফাঁপড়ে পড়ছেন৷ এদিন ফের বিজেপি ছেড়ে তৃণমূলে ফের নেতাদের বিরুদ্ধে আক্রমণ শানালেন হুগলি বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী৷ তাঁদের ধান্দাবাজ এবং সুবিধাভোগী বলে তোপ দাগলেন তিনি৷
আরও পড়ুন- আরও কমল দৈনিক সুস্থতা, বঙ্গে সংক্রমণ প্রায় ছুঁল ৩ হাজার
বুধবার বিধানসভায় বিজেপি থেকে তৃণমূলে ঘর ওয়াপসি করা নেতাদের বিরুদ্ধে সুর চড়িয়ে মনোরঞ্জন বলেন, বাংলা এবং বাঙালি যখন বিপন্ন ছিল তখন এরা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিল। এখন তৃণমূলের সুদিন এসেছে৷ তারাও দলে ফিরতে শুরু করেছে। এদের সুবিধাভোগী ছাড়া আর কী বলা যায়! তাঁর স্পষ্ট বক্তব্য, “২০২১ সালে এ রাজ্যে বিজেপি যখন শক্তিশালী ছিল, তখন বাংলা এবং বাঙালির স্বার্থে লড়াই করতে চেয়েছিলাম। মমতা দিদি আমাকে সুযোগ দিয়েছিলেন। আমি লড়াইও করেছিলাম। সেসময় অনেকেই কিন্তু বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিল। আমার বিধানসভা কেন্দ্র বলাগড়েই বহু হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিয়েছিলেন। আমি ১৫৩ পর্যন্ত গুণেছিলাম। আর গুণতে পারিনি। তখন মনে হয়েছিল, এই সকল বেইমান, বিশ্বাসঘাতক, মিরজাফরের দলের বিরুদ্ধে লড়তে হবে। লড়েছি।” তিনি আরও বলছেন, আজ বঙ্গে বিজেপি দুর্বল। তাই সেই লড়াইও নেই।
তবে কি বিধায়ক পদ ছাড়বেন মনোরঞ্জন? তাঁর সাফ কথা, “দিদি চাইলে বিধায়ক পদও ছাড়তে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ আমার কাছে ভগবানের আদেশের চেয়েও বড়। উনি যা বলবেন তাই করব। তাতে এক বারও দ্বিধা করব না। আমি মানুষের পাশে আছি। বিধায়ক থাকলেও থাকব, না থাকলেও থাকব।”
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>